![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
ই-সেবা কার্যক্রমের আওতায় মাঠপর্যায়ে কাজের পরিধির বিস্তৃতি ঘটায় দারিদ্র্য বিমোচনে বড় সাফল্য এসেছে। একই সঙ্গে মাঠপর্যায়ে কেবল নেটওয়ার্ক সম্প্রসারিত হওয়ায় সাধারণের বিনোদনের ধারা সৃষ্টি হয়ে বাণিজ্যের ধারার নতুন পথ খুলেছে। এভাবে দেখা যায় সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে ইলেকট্রনিক যা সংক্ষেপে ‘ই’ কার্যক্রম একবিংশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতির গতিধারার বহু শাখা প্রশাখা তৈরি করে দিচ্ছে। একটা সময় অর্থ আদান প্রদানের জন্য ব্যাংক ও পোস্ট অফিস ছিল অন্যতম মাধ্যম। বর্তমানে তা এতটাই সহজ হয়ে এসেছে যার যখন যেখানেই অর্থের প্রয়োজন হোক রাত বিরাতেও তা মেলে। মোবাইল ব্যাংকিং অর্থনীতির এ গতিকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃতি ঘটিয়েছে। শহরাঞ্চলে ক্রেডিট কার্ডে বেচাকেনা যে হারে বেড়েছে তাতে আর বছর পাঁচেক পর পকেটে টাকা নিয়ে ঘুরতে হবে না। হালে দেখা যাচ্ছে প্রতিটি শহরে এবং বড় উপজেলাগুলোতে অটো ঠেলার মেশিনের (এটিএম) বুথ বেড়েছে এবং দিনে দিনে এ সংখ্যা বাড়ছে। মাঠপর্যায়ে যারা ই-সেবা পরিচালনা করছে প্রতিটি পয়েন্টে একাধিক লোকের কর্মসংস্থান হয়েছে। যারা ই-সেবা নিতে আসেন প্রতিটি সেবার জন্য ফি দিতে হয়। এসব সেবার পাশাপাশি বিদেশে কথা বলা, স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্স করে স্বজনকে কাছে থেকে দেখা, প্রবাসীদের ওয়েস্টার্ন ইউনিয়নসহ বিভিন্ন মাধ্যমে টাকা প্রেরণসহ নানা কাজ আজ ইলেকট্রনিক ডিভাইস করে দিচ্ছে।
বর্তমানের তরুণ-তরুণীরা ই-সেবার আওতায় ইন্টারনেটে বিদেশের শিক্ষাঙ্গনে নোট গবেষণা অঙ্ক ইত্যাদি করে দিয়ে অর্থ রোজগার করছে। তবে এক্ষেত্রে অবশ্যই মেধাসম্পন্ন হতে হয়। দেশের মেধাবীরা একটু চোখ কান খোলা রেখে নিজেদের পড়ার খরচ নিজেরাই জোটাতে পারছে ইন্টারনেটে মেধার কাজ করে। বর্তমান সরকারের প্রচেষ্টায় দেশে সাড়ে চার হাজারেরও বেশি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্র গ্রামের সাধারণ মানুষের জন্য সরকারী বেসরকারী বাণিজ্যিক তথ্য ও সেবা প্রাপ্তির অনন্য কেন্দ্রে পরিণত হয়েছে। এসব সেবাপ্রদান করে উদ্যোক্তারা এ পর্যন্ত প্রায় দেড়শ’ কোটি টাকা আয় করেছে। দিনে দিনে দ্রুত এ আয়ের পরিধি ও পরিমাণ বাড়ছে। জীবন ও জীবিকার নানা পথ তৈরি করে দিয়েছে ই-সেবা। ব্যক্তি গোষ্ঠী সমাজজীবনের পুরাতন ধারা পাল্টে দিয়ে ই-অর্থনীতির গতি মাঠ থেকে মাঠে ছড়িয়ে পড়ে বাণিজ্যের নতুন বলয় তৈরি করে দিয়েছে। অর্থনীতির গতি চাঙ্গা হচ্ছে কি শহর কি গ্রামে।
©somewhere in net ltd.