নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এই ধারা অব্যাহত রাখতে এবং বিনিয়োগে পরিবেশ নিশ্চিত করতে সরকারের একনিষ্ঠ প্রচেষ্টা অতুলনীয়

২৯ শে জুন, ২০১৪ বিকাল ৪:০৮





বাংলাদেশে ব্যবসার উন্নত পরিবেশ দেখে বিদেশিরা বিনিয়োগে আগ্রহী। বর্তমানে বাংলাদেশে ব্যবসার উন্নত পরিবেশ তৈরি হয়েছে। এতে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করছেন। বাংলাদেশও বিদেশিদের বিনিয়োগে উন্নতমানের পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। বর্তমানে প্রায় ৩০.৫ বিলিয়ন ডলারের পণ্য বাংলাদেশ রপ্তানি করছে। গার্মেন্টস শিল্প পণ্যের বিশ্বের দ্বিতীয় বিলাসবহুল রপ্তানিকারক দেশ। বাংলাদেশের গার্মেন্টস শিল্প উত্তরোত্তর এগিয়ে যাচ্ছে। উন্নতমান নিশ্চিত করায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প পণ্য বিশ্বের দ্বিতীয় বিলাসবহুল পণ্যে পরিণত হয়েছে। উন্নয়নের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী ২০ বছরের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ইন্টারটেক ল্যাব স্থাপন ও ইন্টারটেকের ল্যাবকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছে সরকার। এ ধরনের ল্যাব তৈরি হলে ক্রেতারা বিনিয়োগে আরও বেশি আগ্রহী হবে। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনাকে আরো সুদৃঢ় করতে ঢাকায় এশিয়ার সর্ববৃহৎ সফটলাইন ল্যাব চালু করলো যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের শিল্প প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইন্টারটেক। বাংলাদেশ থেকে পণ্য ক্রয় করে এমন বিদেশি ক্রেতা প্রতিষ্ঠান বা ব্রান্ডের মান পরীক্ষা করে থাকে ইন্টারটেক। এর পাশাপাশি এখানে দেশীয় বাজারের পণ্যের মানও পরীক্ষা করা যাবে। এ ল্যাবে রেডিমেড গার্মেন্টস, ফুটওয়্যার ইত্যাদি পণ্যের মান পরীক্ষা করা হবে। এছাড়াও এখানে থাকছে বৈদ্যুতিক, খাদ্য, খনিজ, কার্গো, কৃষিজ এবং জিটিএস পরীক্ষণের সুবিধা। এ গবেষণাগারে আরো রয়েছে ক্রমাঙ্কন, নিরীক্ষণ ও ট্রেনিং প্রদানের ব্যবস্থা। যা কিনা বাংলাদেশের পণ্যের মান আরও উন্নত করবে। সমন্বিত পরীক্ষণ সুবিধাসহ এ ল্যাব শিল্প খাতে বিদ্যমান যাবতীয় অপূর্ণতা দূর করবে। সংশ্লিষ্টদের এ অঞ্চলের ক্রমবর্ধমান বাণিজ্য সুবিধা গ্রহণ করতে সহায়ক ভূমিকা পালন করবে। ভৌগলিক অবস্থান ও তৈরি পোশাক খাতে অসাধারণ সাফল্যের পর বর্তমানে বাংলাদেশে রয়েছে বিভিন্ন শিল্পের মধ্যে সমন্বয় সাধনের এক অমিত সম্ভাবনা। নতুন এ ল্যাবের মাধ্যমে ইন্টারটেক স্থানীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের আরও উন্নত সেবা দিতে সক্ষম হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.