![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
দেশের উপকূলীয় ৮ পৌরসভার অবকাঠামো উন্নয়নে ৯ কোটি ৪০ লাখ মার্কিন ডলার (সাড়ে ৭০০ কোটি টাকা) দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবির মোট সহযোগিতার মধ্যে ৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার ঋণ এবং ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার অনুদান রয়েছে। কোস্টাল টাউনস এনভায়রনমেন্টাল ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। এ জন্য সংস্থাটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সরকার। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) ঋণ ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য এবং সুদের হার ২ শতাংশ। অন্য দিকে এসসিএফ ঋণ ১০ বছরের গ্রেস পিরিয়ডসহ ৪০ বছরে পরিশোধযোগ্য এবং বার্ষিক সার্ভিস চার্জ শূন্য দশমিক ১ শতাংশ। প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ কোটি ৭১ লাখ মার্কিন ডলার। এডিবির বাইরে বিল এ্যান্ড মেলেন্ডা গেটস ফাউন্ডেশনের অনুদান এবং বাকি টাকা সরকারী তহবিল থেকে ব্যয় করা হবে। প্রকল্পের অন্তর্ভুক্ত পৌরসভাগুলো হচ্ছে আমতলী, গলাচিপা, মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা, ভোলা, দৌলতখান এবং কলাপাড়া।
স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্পের উদ্যোগী বিভাগ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) লিড এক্সিকিউটিং এজেন্সি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) কো-এক্সিকিউটিং এজেন্সি হিসাবে দায়িত্ব পালন করবে। এছাড়া আমতলী, মঠবাড়িয়া, পিরোজপুর, বরগুনা, ভোলা, দৌলতখান এবং কলাপাড়া পৌরসভা এ প্রকল্পের ইমপ্লিমেনটিং এজেন্সি। প্রকল্পটির ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মে মাস পর্যন্ত বাস্তবায়নকাল ধরা হয়েছে। প্রকল্পটির উদ্দেশ্য হলো ঝুঁকিপূর্ণ ৮টি উপকূলীয় পৌরসভার (মাঝারি শহরে), জলবায়ু পরিবর্তন সহিষ্ণুতা ও দুর্যোগ প্রস্তুতি শক্তিশালী করা, জলবায়ু পরিবর্তন সহিষ্ণু শহর অবকাঠামো উন্নয়ন করা এবং প্রাতিষ্ঠানিক সামর্থ্য, স্থানীয় পরিচালন ব্যবস্থা জোরদার করা এবং জনসচেনতা বৃদ্ধি করা। এশীয় উন্নয়ন ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। ১৯৭৩ সালে বাংলাদেশ এর সদস্য পদ লাভ করার পর থেকে এ সংস্থা তাদের আর্থিক সহায়তার একটি বড় অংশ প্রদান করে আসছে। এ যাবত এডিবি বাংলাদেশকে ১১ বিলিয়ন মার্কিন ডলারের অধিক ঋণসহায়তা প্রদান করেছে। উন্নয়নের ক্ষেত্রে এডিবি প্রধানত বিদ্যুৎ, জ্বালানি, স্থানীয় সরকার, পরিবহন, শিক্ষা, কৃষি, পানি সম্পদ এবং সুশাসন খাতকে প্রাধান্য দিয়ে আসছে।
©somewhere in net ltd.