নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

উৎপাদনশীল কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ, দ্রারিদ্র দূরীকরনে, ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ৩৮৩ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার

৩০ শে জুন, ২০১৪ বিকাল ৩:০৮

ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে ৩৮২ কোটি ৯০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে সরকার। এ প্রকল্পের উদ্দেশ্য হলো ক্ষুদ্র ও মাঝারী শিল্পের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম বেগবান করে দারিদ্র দূর করা। এছাড়াও প্রকল্পের অধীনে গৃহস্থালির আয় বৃদ্ধি এবং সামাজিক কল্যাণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। প্রকল্পের আওতায় উৎপাদন কার্যক্রমে উদ্যোক্তা, চাকরিজীবী বা প্রত্যক্ষ-পরোক্ষ কর্মী হিসেবে নারীদের অংশগ্রহণ বাড়ানো। প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেবে ৩৫০ কোটি ৫৯ লাখ টাকা। বাকি ৩২ কোটি ৩১ লাখ টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি এবং উৎপাদনশীল কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ বাড়াতে এ প্রকল্প নেয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেয়া হবে। একইসাথে বিসিক শিল্প এলাকায় অবকাঠামো সম্প্রসারণও করা হবে। প্রকল্পের আওতায় ৩০টি শিল্প প্রতিষ্ঠান চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণদানসহ আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। এই প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ বৃদ্ধি পাবে। প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এলাকার জনগোষ্ঠীর প্রতি বিশেষ নজর দেয়া হবে এই প্রকল্পের আওতায়। পাশাপাশি অভ্যন্তরীণ স্থায়ী বিপণনব্যবস্থার মাধ্যমে দারিদ্র বিমোচন করা হবে। এ ছাড়া স্কিট, নৈপুণ্য বিকাশকেন্দ্র স্থাপন, ডিজাইন সেন্টারের অনুকূল কর্মপরিবেশ নিশ্চিত করা, যাতায়াতের সুব্যবস্থা গ্রহণ, কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, অফিস সরঞ্জামাদি, আসবাবপত্র ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট দেয়ার ব্যবস্থা থাকছে প্রকল্পে।









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.