![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
ঢাকা পরিবেশবান্ধব পানি সরবরাহের জন্য ইউরোপিয়ান বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) সঙ্গে ঢাকা ওয়াসার ৭৮০ কোটি টাকার (দশ কোটি মার্কিন ডলার) একটি সহায়তা ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে ইআইবি’র পক্ষে মি. রেন তাও এবং ঢাকা ওয়াসার পক্ষে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির আওতায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ‘বিষনন্দী’ নামক পয়েন্ট থেকে প্রতিদিন মেঘনা নদীর ৫০ কোটি লিটার পানি রাজধানীতে সরবরাহ করার লক্ষ্যে ইআইবি ঢাকা ওয়াসাকে গান্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্পে সহায়তা করবে। ২০২১ সালের মধ্যে ঢাকা ওয়াসা তার মোট উৎপাদনের ৭০% ভূ-উপরিস্থ উৎস থেকে সংগ্রহের লক্ষ্যে গান্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প গ্রহণ করেছে। ঢাকা শহরের জন্য একটি পরিবেশ-বান্ধব পানি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ভূ-গর্ভস্থ উৎস থেকে পানি উত্তোলন ক্রমান্বয়ে হ্রাস করাও এ প্রকল্প গ্রহণের অন্যতম উদ্দেশ্য। ‘ঢাকা পরিবেশ বান্ধব পানি সরবরাহ প্রকল্প’ আগামী ২০১৯ সালের ডিসেম্বর মাসের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরু করা হয়েছে। ৬৭৫ মিলিয়ন মার্কিন ডলারের এ প্রকল্পের অর্থায়নে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক ফ্রেঞ্চ এজেন্সি ফর ডেভলপমেন্ট ও বাংলাদেশ সরকার। এর মধ্যে এডিবি ২৫০ মিলিয়ন মার্কিন ডলার, ইআইবি ও এএফডি উভয়ে ১০০ মিলিয়ন মার্কিন ডলার করে এবং বাংলাদেশ সরকার ২২৫ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা করবে।
©somewhere in net ltd.