নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিএনপির ঈদের পর আন্দোলন ফাঁকা বুলিতে পরিণত হবে

০২ রা জুলাই, ২০১৪ দুপুর ২:৫০

কথায় কথায় বিএনপি ঈদের পর আন্দোলনের কথা বললেও বাস্তবে কোন প্রস্তুতিই নেই দলটির। নির্বাচন বর্জন করে রাজনৈতিকভাবে বেকায়দায় থাকায় দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা রাখতেই বিএনপি এ কৌশল নিয়েছে। সাড়ে ৪ বছর ধরে দলের জাতীয় কাউন্সিল না হওয়ায় কেন্দ্র থেকে শুরু করে সর্বস্তরে সাংগঠনিক অবস্থা নড়বড়ে। নেতাকর্মীরা এখন কেউ কারও কমান্ড মানছেন না। রাজনীতির কেন্দ্রবিন্দু ঢাকা মহানগর বিএনপি এখন কার্যত নিষ্ক্রিয়। এ অবস্থায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান উপেক্ষা করে বিএনপির কোন স্তরের নেতাকর্মীরাই এখন আর আন্দোলন করার জন্য রাজপথে নামতে রাজি হচ্ছেন না। তাই সরকারবিরোধী আন্দোলন করার জন্য প্রস্তুতি জোরদার করতে পারছে না দলটি। অভিজ্ঞ মহলের মতে, সরকারবিরোধী আন্দোলন সফল করতে হলে কমপক্ষে এক-দেড় মাস আগে থেকে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংগঠিত করে প্রস্তুতি জোরদার করতে হয়। কিন্তু এখন পর্যন্ত বিএনপি সে ধরনের কোন প্রস্তুতি নিতে পারেনি। আর এখন দলের সর্বস্তরের নেতাকর্মীরা রোজা ও ঈদকেন্দ্রিক ব্যক্তিগত কর্মসূচী নিয়ে ব্যস্ত থাকায় রাজনৈতিক কর্মসূচী নিয়ে চিন্তা-ভাবনা করারও সুযোগও পাচ্ছে না। এ পরিস্থিতিতে গত কয়েক বছরের মতো এবারও ‘বিএনপির ঈদের পর আন্দোলন’ ফাঁকা বুলিতে পরিণত হবে। তাছাড়া চেয়ারপার্সন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ দলের অনেক নেতা তাদের মামলা মোকাবেলা করতেই হিমশিম খাচ্ছে। এ অবস্থায় দলের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে নেয়াই যেখানে কঠিন হয়ে দাঁড়িয়েছে সেখানে কি করে দলটি সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবে এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.