নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবনের পূর্বের ঐতিহ্যে ফিরে আনতে সরকারের অভয়ারণ্য ঘোষণার সিদ্ধান্ত হচ্ছে

০৪ ঠা জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন অভয়ারণ্য ঘোষিত হচ্ছে। সুন্দরবন সুরক্ষায় সুন্দরবনের অভ্যন্তরে সম্পদ আহরণ নিষিদ্ধ হচ্ছে। সুন্দরবনের উপর নির্ভরশীল প্রান্তিক জনগোষ্ঠীকে বিকল্প কর্মসংস্থানে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হচ্ছে। একই সঙ্গে আপার সম্ভাবনাময় ‘সুন্দরবন পরিবেশ বান্ধব পর্যটন’ বিকাশে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। দেশের দক্ষিণ-পশ্চিমের রক্ষাকবজ সুন্দরবনের সুরক্ষায় এ বনের অভ্যন্তরে গাছ, গোলপাতা, ছন, মধু, মোম, কাঁকড়া ও মৎস্য আহরন নিষিদ্ধ করা হবে। একই সঙ্গে এ বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ গ্রহন করা হচ্ছে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সম্পূর্ণরূপে বন্যপ্রাণীদের জন্য অভয়ারণ্য হিসেবে রাখার ব্যাপারে আলোচনা হয়েছে। সুন্দরবনে শুধু ইকো ট্যুরিস্ট বা পরিবেশ বান্ধব পর্যটন উন্মুক্ত থাকবে। প্রাকৃতিক রক্ষাকবজ সুন্দরবন অভয়ারণ্য হলে মনুষ্য সৃষ্ট উপদ্রব বন্ধ হবে, সুন্দরবন বাঁচবে। তবে এ ব্যাপারে বন বিভাগ সহ সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরকে আন্তরিক হতে হবে। প্রতিবছর এ বনের প্রাকৃতিক ও মৎস্য সম্পদ থেকে বন বিভাগ গড়ে ৫ থেকে ৭ কোটি টাকা আয় হয়। সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সুন্দরবনের চোরা শিকার-কাঠ পাচারকারীদের দৌরাত্ম্য কমবে। একই সঙ্গে সশস্ত্র বনদস্যু বাহিনীগুলোর হাতে মুক্তিপনের দাবিতে জেলে ও বনজীবীদের অপহরণের ঘটনা হ্রাস পাবে। ব্রিটিশ শাসনামলে ১৮৭৮ সালে সুন্দরবনকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। ১০ হাজার বর্গকিলোমিটার আয়তনের বিশ্বের একমাত্র ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের ৬ হাজার ১৭ বর্গকিলোমিটারই বাংলাদেশ। বর্তমানে উপকূলীয় বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ লাখ পরিবার এ বনের উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুই হচ্ছে বিশ্ব ঐতিহ্য এই সুন্দরবন। বর্তমানে সুন্দরবন থেকে মৎস্য সম্পদের পাশাপাশি গোলপাতা, ছন, মধু, মোম নির্ধারিত রাজস্ব দিয়ে আহরন করে জেলে ও বনজীবীরা। এ খাত থেকে গড়ে বছরে ৫ থেকে ৭ কোটি টাকা রাজস্ব আয় হয়। সরকারের এ সিদ্ধান্তে বিশ্বখ্যাত ম্যানগ্রোভ সুন্দরবন তার পূর্বের ঐতিহ্য ফিরে পাবে বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.