![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো নগরবাসীর জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রির তারিখ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী ২০ জুলাই থেকে ট্রেনের আগাম টিকিট মিলবে। এ ছাড়া রাজধানী থেকে ছেড়ে যাওয়া দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই। ঈদে ঘরমুখো যাত্রী পরিবহনের জন্য সার্বিক প্রস্তুতি নিতে শুরু করেছে রেল মন্ত্রণালয়। অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে আন্তনগর ট্রেনে বাড়তি ১৬৬টি বগি সংযোজন করা হচ্ছে। বাতিল করা হয়েছে রেলের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও। যাত্রীরা অগ্রিম টিকিট কেনার সুযোগ পাচ্ছেন ২০ জুলাই থেকে। ঈদে বাড়তি ট্রেন চালাতে পুরনো ২০৫টি ইঞ্জিন মেরামত করা হয়েছে। এবার ঈদের অগ্রিম টিকিট বিক্রি ২০ জুলাই শুরু হয়ে চলবে ২৪ জুলাই পর্যন্ত। এ ছাড়া ২৭ থেকে ৩১ জুলাই পর্যন্ত বিক্রি হবে ফিরতি টিকিট। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে টিকিট বিক্রি। এবারই একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। ঈদুল ফিতর উপলক্ষে পুরো রেলওয়ে ব্যবস্থাকে নতুন করে সাজানো হচ্ছে। প্রতিবছরের মতো এবারও বিশেষ বিশেষ স্টেশনে যাত্রীদের নিরাপত্তা দিতে র্যাছব, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। ঢাকায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ ছাড়াও চারটি ডিআরএম অফিসে নিয়ন্ত্রণকেন্দ্র চালু করা হবে। সেখানে ভিজিল্যান্স টিম থাকবে, যারা সার্বিক বিষয় মনিটর করবে। আগের ছাপানো টিকিটগুলো শেষ হলে কালোবাজারি রোধে টিকিটে যাত্রীর বয়স ও নারী-পুরুষ উল্লেখ থাকবে। বিভিন্ন রুটের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১৪ জুলাই। টিকিট বিক্রি চলবে ২১ জুলাই পর্যন্ত। ঈদে বাড়ি ফেরা মানুষদের জন্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।
©somewhere in net ltd.