নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

দেশের ৩১টি জেলার ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১০ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিনামূল্যে সার ও বীজ পাবেন এক লাখ প্রান্তিক চাষী

০৮ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪

আমন চাষে এবার সরকার দেশের ৩১টি জেলার ১ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ১০ কোটি টাকা আর্থিক প্রণোদনা দেবে। এর প্রণোদনার আওতায় চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে। কৃষি খাতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষকের উৎপাদিত ফসলের মূল্য হবে প্রায় ১১২ কোটি টাকা। গতবছর সরকার আমন মৌসুমে চাষীদের মধ্যে ২০ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকার প্রণোদনা সহায়তা প্রদান করে। ফলে আমন ফসলের উৎপাদন অতীতের চেয়ে অনেক বেড়েছে। একই সাথে আর্থিক স্বচ্ছলতা বৃদ্ধির কারণে চাষীরাও উন্নত প্রযুক্তিতে আমন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। তাছাড়া গতবছর সরকারের পক্ষ থেকে ৪৩ কোটি ৯ লাখ টাকার আউশ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। ওই কর্মসূচির আওতায় ৩ লাখ ৩২ হাজার ৫শ কৃষককের মধ্যে সার ও বীজ বিতরণ করা হয়। চলতি বছরও সরকার আউশ উৎপাদনে সরকার ৩০ কোটি ৬৮ লাখ ৬৪ হাজার ৫শ টাকার প্রণোদনা দেয়। ফলে ২ লাখ ৪৪ হাজার ৬শ কৃষক উপকৃত হয়। গত রবি মৌসুমে বোরো আবাদে দেশের ২১টি জেলায় শিলাবৃষ্টি, ঝড় ও ধানে চিটা হওয়ার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা বিবেচনা করে সরকার চলতি বছর রোপা আমন চাষে কৃষকদের উৎসাহিত ও তাদের ক্ষতি পুষিয়ে নিতে ১০ কোটি টাকার প্রণোদনা কর্মসূচি হাতে নিয়েছে। এ কর্মসূচির আওতায় আনা হয়েছে দেশের ৩১টি জেলাকে। চলতি মাস থেকেই এ প্রণোদনা বাস্তবায়ন কার্যক্রম শুরু হবে। সরকারি এ প্রণোদনার আওতায় দেশের ৩১টি জেলায় ১ লাখ ১ হাজার ৭২২ বিঘা জমিতে ১ লাখ ১ হাজার ৭২২ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক চাষী বীজ ও সার পাবেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.