নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

খনিজসম্পদ ও তেল-গ্যাস অনুসন্ধানে নতুন দুয়ার উন্মোচিত। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সঙ্গে আর কোন প্রতিবন্ধকতা রইল না

০৯ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৫১







সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ দিনের বিরোধের অবসান ঘটল। বিরোধপূর্ণ ২৫ হাজার ৬০২ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে বাংলাদেশ ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার এলাকার উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার রায় পেয়েছে। এটি বাংলাদেশের জন্য বিশাল অর্জন। পাশাপাশি আমাদের মৎস্য সম্পদ, খনিজ সম্পদ ও তেল-গ্যাস অনুসন্ধানে নতুন দুয়ার উন্মুক্ত হয়েছে। গত প্রায় চার দশক ধরে এ এলাকায় এসব কাজ থেকে বাংলাদেশ-ভারত বিরত ছিল। বাংলাদেশ-ভারত সমুদ্রসীমানা নির্ধারণে সোমবার নেদারল্যান্ডের স্থায়ী সালিশী আদালতে যে রায় হয়েছে তা বাংলাদেশের জন্য বিরাট এক বিজয়। কেননা, এরফলে বাংলাদেশের এলাকা থেকে গভীর সমুদ্রে চলাচলের পথে কোন ধরনের প্রতিবন্ধকতা থাকবে না। এ রায় পাওয়া না গেলে বাংলাদেশকে ভারত ও মিয়ানমারের উপর নির্ভরশীল হয়ে সমুদ্র পথে যাতায়াত করতে হতো। আমাদের বিভিন্ন ধরনের মৎস্য সম্পদ বৃদ্ধির পাশাপাশি খনিজ সম্পদ, তেল গ্যাস অনুসন্ধান ও আহরণে নতুন দুয়ার উন্মোচিত হলো। মামলার রায়ে সিংহভাগ বাংলাদেশ পেয়েছে। তিনটি পয়েন্ট দিয়ে রায়ে সীমানা ভাগ করে দেয়া হয়েছে। গভীর সমুদ্র পথে আমাদের চলাচলের বিশাল ক্ষেত্র অর্জিত হয়েছে। এ রায় যদি ভারতের পক্ষে যেত তাহলে আমাদের গভীর সমুদ্র পথে চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতো। এ এলাকাটির সামুদ্রিক যান চলাচলের পাশাপাশি সামরিক ক্ষেত্রে বিশাল এক তাৎপর্য রয়েছে। বাংলাদেশের দাবি ছিল, হারিয়ে যাওয়া দক্ষিণ তালপট্টি দ্বীপসহ (নিউমুরিং দ্বীপ) দক্ষিণ দিকে সীমানা টানা। আর ভারতের দাবি ছিল-নিউমুরিং দ্বীপকে ভারতের মধ্যে ধরে এরপর দক্ষিণ-পূর্ব দিকে সীমানা টানা। ভারতের দাবি অনুযায়ী রায় হলে আমাদের গভীর সমুদ্রে যাবার পথ বন্ধ হয়ে যেত। কিন্তু যে রায় হয়েছে তাতে আমাদের গভীর সমুদ্রে যাবার পথ অবারিত ও স্থায়ী হয়েছে। মৎস্য, তেল, গ্যাস ও খনিজ সম্পদে ভরপুর গভীর সমুদ্রের বিশাল এ অংশটি আমাদের সীমানার মধ্যে এসে গেছে আন্তর্জাতিক আদালতের এ রায়ের মাধ্যমে। এখন থেকে এই অঞ্চলে তেল-গ্যাস অনুসন্ধানে আর কোন প্রতিবন্ধকতা রইল না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.