নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

আন্তর্জাতিক সালিশী আদালতের লড়াইয়ে জয়ী বাংলাদেশ। বাংলাদেশের কাছে বিপুল পরিমাণ সমুদ্রসীমা হারিয়েছে ভারত

১০ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:১৫

জাতিসংঘের সালিশী আদালতের রায়ে ভারত বাংলাদেশের কাছে বিপুল পরিমাণ সমুদ্রসীমা হারিয়েছে হতাশা আর ক্ষোভের সঙ্গে এমন বক্তব্যই উঠে এসেছে ভারতের প্রথম সারির দৈনিক টেলিগ্রাফ পত্রিকার সংবাদে। একই সঙ্গে বলা হয়, তা সত্ত্বেও এই আদালতের আইনী প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে দুই দেশই এই রায়কে স্বাগত জানিয়েছে। এতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে। দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমানা বিরোধ নিষ্পত্তি খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ, সমুদ্র উপকূলে ১২ নটিক্যাল মাইল বাড়ানো এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন নির্মাণের বিষয়টি আলোচিত ছিল, যা সাগরের ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হওয়ার কথা। যদিও যে কোন দেশের সীমানা অতিক্রান্ত করেই জলের ধারা প্রবহমান থাকে, যে কোন দেশের জাহাজ চলাচলেও সব সময় আইনী বাধা অনুসরণ করা যায় না। তবে যে কোন দেশই এই সীমানা লঙ্ঘন করতে পারে বলে আশঙ্কা ছিল। এ সব নিয়ে বাগ্যুদ্ধ, আইনী লড়াই চলেছে দীর্ঘদিন। ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে এবং এর পর বাংলাদেশের সঙ্গে ভারত তাদের সমুদ্রসীমার বৈধতা নির্ধারণ করার জন্য ব্যাপক দর কষাকষি এবং আইনী লড়াই করে এসেছে। দীর্ঘ ৬৭ বছর আন্তর্জাতিক সালিশী আদালত বাংলাদেশকে উভয় দেশের সমুদ্রসীমার ১৭২,২২০ বর্গকিলোমিটারের মধ্যে বাংলাদেশকে ১০৬,৬১৩ বর্গকিলোমিটার ন্যায্যতা দিয়েছে। রায়ে যে অংশ ভারত হারিয়েছে, সেই অংশে ভারতীয় জেলেরা এতদিন মাছ ধরে এসেছে, সেইসব এলাকায় ভারতীয় জেলেদের মাছ ধরা অথবা কোন ধরনের প্রবেশাধিকার প্রত্যাখ্যান করা হয়েছে, এতে এ সব এলাকায় ভারতীয় জেলেদের প্রবেশ অবৈধ অনুপ্রবেশ হিসেবে গণ্য হবে। একই সঙ্গে উল্লিখিত এলাকার গ্যাস ব্লক অঞ্চলে গ্যাস আছে বলে ধারণা করা হচ্ছে এবং এ সব এলাকা থেকে ভারত কোন তেল বা গ্যাস নিতে পারবে না। ২০১২ সালে মিয়ানমারের সঙ্গে আইনী লড়াইয়ে আন্তর্জাতিক সালিশী আদালতে সমুদ্রসীমা বিজয় অর্জনের পর দ্বিতীয়বারের মতো দ্রুততম সময়ে এই সফলতা সমুদ্রসীমা নির্ধারণে আন্তর্জাতিক সালিশী আদালতে লড়াইয়ের চূড়ান্ত বিজয় এনে দিল বাংলাদেশের জন্য।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.