![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি, মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে যাত্রীদের আর প্রবেশ ফি গুনতে হবে না। এসব ঘাটে ঈদের আগেই ইজারা প্রথা বাতিল করে টোলমুক্ত করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিরাপদ নৌযান চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিতে ঘাটের ইজারা বাতিলের সিদ্ধান্ত নেওয়া এর আগে মাওয়া ফেরিঘাট টোলমুক্ত করা হয়। ঈদের সময় লঞ্চে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নৌপথে সকল মাছ ধরার নৌকার জালপাতা বন্ধ রাখতে হবে। যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্যান্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। ঈদের তিন দিন আগে ও পরে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে পারাপার বন্ধ রাখা হবে। এ ছাড়া ঈদের আগে পাঁচ দিন ও পরের পাঁচ দিন রাতের বেলায় (সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত) সকল প্রকার মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ রাখতে হবে। সার্বিক অবস্থা মনিটরিংয়ের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ভিজিলেন্স টিম গঠন করেছে। ফেরিঘাট ও লঞ্চঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ন্ত্রণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ফেরিঘাটে সিরিয়াল প্রদানের ক্ষেত্রে কোন প্রকার অনিয়ম করা যাবে না। যাত্রীসেবা নিশ্চিত ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
©somewhere in net ltd.