![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
ভারত ও মায়ানমারের সাথে সমুদ্রসীমার বিরোধ নিষ্পত্তি হয়েছে আন্তর্জাতিক আদালতে এবং সেই আদালতের রায়ে মায়ানমার ও ভারতের সাথে সমুদ্রসীমার বিরোধী নিষ্পত্তি হয়েছে। সেই বিরোধ নিষ্পত্তিতে বাংলাদেশ লাভবান হয়েছে, বিশেষজ্ঞরা তাই বলছে। সাদাচোখে তাকালেও বোঝা যায়, আয়তনের দিক থেকে ভারতের চেয়ে বাংলাদেশ অনেক বেশি লাভবান হয়েছে। ভারতের সাথে ২৫ হাজার বর্গ কিঃমিঃ এর বিরোধপূর্ণ এলাকার মধ্যে বাংলাদেশ পেয়েছে প্রায় সাড়ে ১৯ হাজার বর্গ কিঃমিঃ যেখানে বিরোধপূর্ণ ১০টি গ্যাস ব্লকও বাংলাদেশের নিয়ন্ত্রণে চলে এসেছে। কিন্তু বিএনপি-জামাতের রাজনৈতিক হিপোক্র্যাটরা ‘বিচার মানি কিন্তু তালগাছটা আমার’ জাতীয় বক্তব্য হাজির করে মানুষকে বিভ্রান্ত করছে, যা তারা বরাবর করে এসেছে। ৫ই জানুয়ারি নির্বাচনের সংলাপের ক্ষেত্রেও তারা করেছে, এখনও সেটাই করে যাচ্ছে। জানিনা, এমন অর্বাচীনদের পক্ষে সুস্থ, স্বাভাবিক মানুষ কিভাবে কথা বলে? আইন, আদালত কিংবা বিচার কোনটাই মানতে চান না বিএনপি-জামাত, তালগাছটা তাদের চাইই চাই। কিন্তু বাস্তবে কি আসলে তাই? ১৯৮১ সালে যখন ভারত দক্ষিণ তালপট্টি দখল করে নিয়েছিল, তখন ক্ষমতায় ছিল মেজর জিয়ার সরকার। তখন কি করেছিল জিয়া সরকার? তালপট্টি উদ্ধারের কি কোন পদক্ষেপ নিয়েছিল? নেয়নি। বলাবাহুল্য, তালপট্টি উদ্ধারের কুটনৈতিক তৎপরতা চালানো কিংবা শক্তি প্রয়োগ করা, কোনটারই যোগ্যতা ছিল না জিয়া সরকারের, বর্তমানেও বিএনপির অবস্থার তেমন কোন পরিবর্তন হয়নি। তবুও তারা ঘেউ ঘেউ করেই যাবে। অবশ্য প্রবাদ আছে, ঘেউ ঘেউ করা কুকুর তেমন একটা কামড় দিতে পারে না, আর সেকারণেই তারা শুধু ঘেউ ঘেউ করে। বিএনপির অবস্থা হয়েছে তাই। খালেদা জিয়া দুইবার ক্ষমতায় ছিলেন, কোন বিরোধের নিষ্পত্তি করতে পেরেছেন তিনি? ভেবে দেখা দরকার। কোন বিরোধেরই নিষ্পত্তি করতে পারেননি। আসলে বিরোধ নিষ্পত্তির কোন যোগ্যতা কিংবা দক্ষতা তাদের নেই। তালপট্টি দখলের খবরও চেপে যেতে চেয়েছিল জিয়া সরকার। তাই ৬ দিন পর্যন্ত তারা সেই সংবাদ দেশবাসিকে জানায়নি। ১ সপ্তাহ পরে যখন দেশের মানুষ তালপট্টি দখলের সংবাদ পেল, তখন বিক্ষোভে ফেটে পড়েছিল। সেই বিক্ষোভকে দমন করতে জিয়া সরকার জনগণের উপর লাথি চার্জ করেছিল। আজ তারাই আবার বেহায়া, নিলজ্জের মতো বড় বড় কথা বলছে। বিএনপি-জামাতের হিপোক্রেসী ও ভন্ডামি থেকে দুরে থাকুন। এদের প্রতিহত করুন। দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও অগ্রগতির সাথে থাকুন।
©somewhere in net ltd.