নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

কর্ণফুলী পেপার মিলের উন্নয়নে মহাপরিকল্পনা সরকারের। বৃদ্ধি পাবে উৎপাদন ক্ষমতা, ফিরে পাবে তার হারানো গৌরব

১৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৬











দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজকল কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। লোকসান আর আর্থিক সংকটে থাকা এই কারখানার গৌরব ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। মিলের স্বাভাবিক উৎপাদন ফিরিয়ে আনতে গ্রহণ করা হয়েছে কর্মপরিকল্পনা। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অচিরেই পেপার মিল তার পূর্বের উৎপাদন ক্ষমতা ফিরে পাবে বলে আশা করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয় ও বিসিআইসির সহায়তায় মিলের হারানো গৌরব ফিরিয়ে আনতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নের জন্য ৮১ কোটি টাকা ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দ্রুতই কর্মপরিকল্পনার বাস্তবায়ন কাজ শুরু হবে। একসময়ের এশিয়ার বিখ্যাত কর্ণফুলী পেপার মিলের স্থাপনা উন্নত কাগজ উৎপাদনে অবদান রাখত। প্রায় ৬৫ বছরের প্রাচীন কর্ণফুলী পেপার মিলের এখন তার সেই জৌলুশ নেই। সময়ের সঙ্গে বিভিন্ন প্ল্যান্ট, ইউনিট এবং যন্ত্রপাতির আয়ু শেষ হয়েছে। অবকাঠামো হয়ে পড়েছে জরাজীর্ণ। স্বাভাবিকভাবে উৎপাদন ক্ষমতা হারিয়ে ক্রমেই আর্থিক লোকসানে মিলটি চরম দুরবস্থার দ্বারপ্রান্তে পৌঁছায়। স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় মিলের কেমিক্যাল প্ল্যান্টের রক্ষণাবেক্ষণ কাজের জন্য ৪৫ দিনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্ল্যান্টের কষ্টিক ক্লোরিন ইউনিটের সকল প্রকার যন্ত্রের রক্ষণাবেক্ষণ করাসহ ভৌত অবকাঠামোর মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। মধ্যমেয়াদি পরিকল্পনার আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্লান্টের রক্ষণাবেক্ষণ এবং স্টিম টারবাইন জেনারেটরের চতুর্থ দফায় ওভারহলিং করা হবে। এতে বৃদ্ধি পাবে উৎপাদন ক্ষমতা। মিলটি ফিরে পাবে তার হারানো গৌরব।



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.