![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সারা দেশে বিদ্যুৎ পৌঁছে দিতে বিতরণ লাইন নির্মাণের ওপর জোর দেয়। সে সময় ২০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগের আওতায় আনার মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়। ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর আরো ১১ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। সব মিলিয়ে ৩১ লাখ গ্রাহককে নতুন করে বিদ্যুৎ সংযোগের আওতায় আনা হবে। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে নতুন সংযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে। কিন্তু ২৯ লাখ গ্রাহককে বিদ্যুৎ দিতে হলে বর্তমানে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে তার সঙ্গে বাড়তি দুই হাজার ১৭০ মেগাওয়াটের বেশি বিদ্যুতের প্রয়োজন হবে। এই চাহিদা মেটাতে সরকার দীর্ঘ ও মধ্যমেয়াদি বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেয়। সরকারের নেওয়া বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী ২০১৬ সালের মধ্যে ১৬ হাজার মেগাওয়াট, ২০২১ সালে ২৪ হাজার মেগাওয়াট এবং ২০৩০ সাল নাগাদ বিদ্যুতের প্রয়োজন পড়বে ৪০ হাজার মেগাওয়াট। বর্তমানে বিদ্যুতের স্থাপিত ক্ষমতা রয়েছে ১০ হাজার ৩৪১ মেগাওয়াট। মহাপরিকল্পনা বাস্তবায়নে বিদ্যুৎ উৎপাদনের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি বেশ কিছু পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। বর্তমানে যে গ্যাস আছে পরিকল্পনা মাফিক এগোলে তা দিয়েই সস্তায় বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
©somewhere in net ltd.