![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির জাতীয় কাউন্সিল আবার অনিশ্চিত হয়ে পড়ছে। পারস্পরিক বিরোধ ও অবিশ্বাস এখন দলটির মধ্যে প্রকট। দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে কেন্দ্রীয় নেতারা দ্বিধাবিভক্ত। কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, তারেক রহমানের উচিত এখনই বিএনপি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করা। আবার অনেকের মতে খালেদা জিয়া এখন বিএনপি চেয়ারপারসনের পদ ছেড়ে দিলে বিএনপির সর্বনাশ ছাড়া কিছুই হবে না। তারেক রহমানও চাচ্ছেন বিএনপির শীর্ষ নেতৃত্বে আসতে। এর বিপরীতে খালেদা জিয়া এখনই চেয়ারপারসনের পদ ছাড়তে রাজি নন। ফলে প্রকাশ্যে না হলেও আড়ালে-আবডালে এ নিয়ে বিএনপি চেয়ারপারসন ও ভাইস চেয়ারপারসনের মধ্যে স্নায়ুযুদ্ধ চলছে বলে গুঞ্জন রয়েছে। বিএনপির মহানগর কমিটি, কেন্দ্রীয় যুবদল কমিটি ও ছাত্রদল কমিটির পরিবর্তন এখনই চাচ্ছেন তারেক রহমান। এর বিপরীতে খালেদা জিয়া চাচ্ছেন, আরও পরে এ পরিবর্তন। এ অবস্থায় বিএনপির জাতীয় কাউন্সিলই অনিশ্চিত হয়ে পড়েছে।
©somewhere in net ltd.