নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

প্রতিবন্ধীদের মেধা বিকাশে ও তাদের কল্যাণে বর্তমান সরকারের নেয়া পদক্ষেপ নাগরিক সমাজে প্রশংসা কুড়িয়েছে

২০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:১৩





প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে দেশের ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশে ধনী ব্যক্তির কোন অভাব নেই। সুতরাং প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে আমি তাদের প্রতি আহ্বান জানাই। প্রতিবন্ধীদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া গেলে তারাও নিজেদের দেশের সোনার সন্তান হিসেবে প্রমাণ রাখতে পারবে। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশের বালক বালিকাদের সাফল্য যথাযথভাবে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্শন করেন। সম্প্রতি ভারতে টি-২০ সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট এ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জেডের কর্মকর্তা ও খেলোয়াড়রা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এ সব কথা বলেন। খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে এ জয়কে বড় ধরনের অর্জন বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী সংস্থা গঠনে সংস্থার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে একে চমৎকার ভাবনা হিসেবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারীরিক প্রতিবন্ধীদের কল্যাণে তাঁর সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, তাঁর সরকার ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত দায়িত্ব পালনকালে জাতীয় প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছে। স্বাস্থ্য, সমাজকল্যাণ, নারী ও শিশু এবং যুব ও ক্রীড়াবিষয়ক মন্ত্রণালয় প্রতিবন্ধীদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। রাজধানীতে প্রতিবন্ধীদের জন্য হোস্টেল নির্মাণ করছে, পর্যায়ক্রমে রাজধানী ঢাকার বাইরেও এ ধরনের হোস্টেল নির্মাণ করা হবে। দেশের শারীরিক প্রতিবন্ধীর তালিকা প্রণয়নে জরিপ চালানো হচ্ছে। জরিপ শেষে তাদের ভাতা দেয়ার পরিকল্পনাও রয়েছে সরকারের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.