![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
মুখে সরকার পতনের কঠোর আন্দোলনের হুমকি দিলেও কার্যত বিষয়টি নিয়ে এখনো দোটানায় রয়েছে বিএনপি। দুর্বল সাংগঠনিক অবস্থায় এখনই ফলপ্রসূ কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব নয় বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা। এদিকে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় ঐক্যজোটের অন্যান্য দলও প্রায় নিশ্চুপ। আর জোটের দ্বিতীয় বৃহত্তম শরিক জামায়াতে ইসলামীর রাজপথে কোনো কর্মসূচি নেই, তেমনি সাড়া নেই আন্দোলনের ডাকেও। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের ৭ মাস পার হলেও বিএনপি জোরালো কোনো কর্মসূচি নয়, ঢিলেঢালা কর্মসূচি দিয়েই মাঠে ফিরেছে। এদিকে ১৯ আগস্ট রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জনসভায় যোগ দেননি জোটনেত্রী খালেদা জিয়া। এ নিয়ে বিএনপিসহ জোটের নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা গেছে। এছাড়া কঠোর আন্দোলন কর্মসূচি না দিয়ে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত নির্বিশেষে গণসংযোগ কর্মসূচিতে তুষ্ট নন তৃণমূল নেতাকর্মীরা। বিগত আন্দোলনগুলোয় ব্যর্থ হওয়ায় বিএনপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন পর গত ১৮ জুলাই ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণার পর থেকে নেতাদের দ্বন্দ্ব-কোন্দল প্রকাশ্য রূপ নেয়। নতুন কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস ও সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে অবস্থিত মহানগর কার্যালয়ে আব্বাস ও সোহেলের সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষও হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের মতে, ঢাকা মহানগর কমিটি জোরালো কোনো পদক্ষেপ নিতে পারছে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব-কোন্দলেই ব্যস্ত শীর্ষ নেতারা। লুটেরা চরিত্রধারী বিএনপি নেতারা মানুষের জন্য কোন রাজনীতি করে না। তাদের আখের গুছানোর জন্য রাজনীতি করে। দেশের মানুষ খেয়ে পরে ভালো আছে ইহা তাদের মনো জগতে খুবই পীড়াদায়ক। সে জন্য তারা দেশের উন্নয়ন দেখে বেহুস হয়ে পড়েন। গুলশানের আলোঝলমল শীতাতপ রুমে বসে এই মর্মপিড়া বড়ই বেদানায়ক। সে জন্য বেগম জিয়া উত্তেজিত হয়ে সরকার পতনের হুমকি দেন অবশেষে জনসভায় হাজির হন না । দ্বি-জাতিতত্বের ধারক বাহক বেগম জিয়া নিজেই দ্বি-চরিত্রের মানুষ। ২০দলীয় জোটের নেতারা কিভাবে এই দ্বি-চরিত্রের নেত্রির পিছনে ঘুর ঘুর করে দেশের মানুষ সে হিসাব মেলাতে পারে না।
©somewhere in net ltd.