![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
২ হাজার ২০৪ কোটি টাকা ব্যয়ে ভূমিহীন ৫০ হাজার পরিবারকে আশ্রয়ণের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ২০১৭ সাল নাগাদ প্রকল্পটির কাজ শেষ হবে। প্রকল্পের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে ৭০০ আশ্রয়ণ গ্রাম স্থাপন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বাড়ি নির্মাণ, ৭০০ কমিউনিটি সেন্টার নির্মাণ, ৫০০টি ঘাটলা নির্মাণসহ অভ্যন্তরীণ পাকা রাস্তা, পাকা ড্রেন ও কালভার্ট নির্মাণ। প্রকল্পটি বাস্তবায়নে চলতি (২০১৩-১৪) অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ১৮০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এদিকে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সংযোজন করা হয়েছে নতুন প্রস্তবনা। বিভাগীয় সদর দপ্তর, জেলা, উপজেলা ও পৌরসভায় ৩বহুতল ভবন নির্মাণ। নিজস্ব জমি আছে অথচ বাড়ি নেই এমন লোকদের জন্য ভবন নির্মাণ। কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণে অধিগ্রহণ করা ভূমির মালিকদের জন্য বহুতল ভবন নির্মাণ। তাছাড়া জিআইশিটের ব্যারাকের পরিবর্তে এ প্রকল্পের আওতায় সেমিপাকা ব্যারাক নির্মাণ হবে। প্রকল্প বাস্তবায়ন হলে ভূমিহীনদের আশ্রয়নের পাশাপাশি সুবিধা বঞ্চিত অনেকেই লাভবান হবেন। নতুন নীতি সংযোজনের ফলে বাড়ি করার সামর্থ্য নেই এমন অনেকেই নির্মান করতে পারবে বাড়ি। পরিবেশ সুরক্ষায়ও এই প্রকল্প বিশেষ ভূমিকা রাখবে।
©somewhere in net ltd.