![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
সারাদেশে প্রায় আড়াই লাখ পদ শূন্য রয়েছে। সকলকে চাকরির সুযোগ দিতে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম শ্রেণীর নন-ক্যাডার এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর বিভিন্ন পদে আড়াই লাখ জনবল নিয়োগের ব্যাপারে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানে এ তাগিদ দেয়া হয়েছে। শূন্য পদে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নেয়ার বিধান ২০১০ সাল থেকে রহিত রয়েছে। তবে উদ্বৃত্ত জনবল নিয়োগের সুবিধার্থে মোট শূন্য পদের ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। আর এসব শূন্য পদের ৯০ ভাগ ক্ষেত্রেই নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ বা প্রতিষ্ঠানের পূর্বানুমতি বা ছাড়পত্র নিতে হবে না। আড়াই লাখ শূন্য পদে দ্রুত জনবল নিয়োগে বেকার যুবকদের নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্বাবলম্বীর মাধ্যমে দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
©somewhere in net ltd.