![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশ এই প্রথমবারের মতো চাল রপ্তানি করতে যাচ্ছে। চলতি অর্থ বছরে শ্রীলংকায় ৫০ হাজার মেট্রিক টন চাল রপ্তানি হবে। ভালো ফলন ও সন্তোষজনক মজুদের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই শ্রীলংকা বাংলাদেশ থেকে ১ লাখ মেট্রিক টন চাল কেনার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবের প্রেক্ষিতে চলতি অর্থ বছরে ৫০ হাজার মেট্রিক টন চাল শ্রীলংকায় রপ্তানির সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রীয় সংস্থা টিসিবি'র মাধ্যমে চাল রপ্তানির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাছাড়া বাংলাদেশ থেকে ইতোমধ্যেই সুগন্ধি চাল বিদেশে রপ্তানি হচ্ছে। প্রতি বছরই স্বল্প পরিমাণে এ সুগন্ধি চাল বিদেশে রপ্তানি হয়ে থাকে। গত দুই বছরে বেসরকারি উদ্যোগে ৭৭ কোটি টাকার সুগন্ধি চাল রপ্তানি হয়েছে। বিদেশে এ চালের প্রচুর চাহিদা রয়েছে। সুগন্ধি চালের পাশাপাশি এ বছর চাল রপ্তানি সিদ্ধান্ত হয়েছে। চাল রপ্তানির ফলে আমাদের মজুদের উপর কোনো চাপ পড়বে না। কারণ জরুরি অবস্থা মোকাবিলায় আমাদের পর্যাপ্ত চাল মজুদ রয়েছে। এই মজুদের পরিমাণ যে কোন সময়ের চেয়ে বেশি। সরকারের প্রচেষ্টায় কৃষি বিভাগের অভূতপূর্ণ উন্নয়নে ভালো ফলন ও সন্তোষজনক মজুদের পর বাংলাদেশ এই প্রথম চাল রপ্তানি করে বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।
©somewhere in net ltd.