![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
যারা জাতির জনক বঙ্গবন্ধুকে অস্বীকার করে একজন সেক্টর কমান্ডারকে প্রথম প্রেসিডেন্ট বানানোর দুরভিসন্ধি করে, তারা কুলাঙ্গার নয় তো কি? যারা জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য মীরজাফরদের মৌন সমর্থন দেয়, খুনী-রাজাকারদের পুনর্বাসিত করে, মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের হত্যা করে, তারা খুনি নয়তো কি? যারা স্বাধীনতাবিরোধী রাজাকারদের গাড়ীতে জাতীয় পতাকা তুলে দেয়, যারা স্বাধীনতাবিরোধী রাজাকারদের নিয়ে বাংলাদেশকে জঙ্গীবাদী তালেবানী রাষ্ট্র কায়েম করতে চায়, গ্রেনেড হামলা করে, পেট্রলবোমা মারে; তাদের গালিগালাজ করবে না তো কি? এসব মীরজাফরকে গালিগালাজ করলে নাকি ইট মারা হয়! কুলাঙ্গারকে কুলাঙ্গার বললে নাকি ইট মারা হয়! জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যায় মৌন সমর্থনদানকারীকে, মুক্তিযোদ্ধা সেনাঅফিসার হত্যাকারীকে খুনী বললে নাকি ইট মারা হয়! তাই তারা পাটকেল রেডি করছেন। অনেক মীরজাফরি করেছেন, অনেক খুন করেছেন, অনেক মানুষকে হত্যা করেছেন; অনেক চক্রান্ত করেছেন; তবুও আপনাদের গলাবাজি চলছে। টাইম থাকতে তো আর পিওর হবে না! বি রেডি, গণপিটুনির দিনও কিন্তু ঘনিয়ে আসছে।
©somewhere in net ltd.