![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশ ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সরকারের এসব কর্মসূচী বাস্তবায়নে জাপান সরকার বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো, বিনিয়োগ পরিবেশ ও যোগাযোগ উন্নয়ন এই প্রধান তিনটি খাতে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। শুধু তাই নয় অপরদিকে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের সঙ্গে কাজ করবে তারা। জাপান এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারনেই। বাংলাদেশের বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্টের (বিগ-বি) উদ্যোগে অর্থনৈতিক সহযোগিতা করবে জাপান। বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থিতিশীল বিদ্যুত সরবরাহ, পল্লী উন্নয়ন বা অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন এবং বেসরকারী খাতের উন্নয়নের মাধ্যমে সহযোগিতা জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। বিগ-বি উদ্যোগের ক্ষেত্রে প্রধান ভিত্তি হিসেবে অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ পরিবেশ ও যোগাযোগ উন্নয়নে জোরদার করতে সহযোগিতা দেবে জাপান। সে দেশের উন্নত প্রযুক্তি ব্যবহার করে বিগ-বির আওতায় সুফল পাওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও জাপানে প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও সহযোগিতা করবে তারা। এ ছাড়া উভয় দেশ প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে আগাম তথ্য বিনিময় করবে। সন্ত্রাস ও আন্তঃদেশীয় অপরাধ দমনেও জাপান সব সময় পাশে থাকবে।
©somewhere in net ltd.