![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
বাংলাদেশে বুলেট ট্রেন বা ম্যাগনেটিক ট্রেন লাইন নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের দ্রুত গতির ট্রেন ‘বুলেট ট্রেনের’ মতোই হবে এই ট্রেন। জাপানের আদলে বাংলাদেশে বুলেট ট্রেন লাইন নির্মাণ হবে। বর্তমানে প্রতিবেশী দেশ ভারত ও চায়নার সঙ্গে তাল মিলিয়ে রেল পথ নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ। সাধারন ট্রেনের চাকা ভিতর থেকে বাইরের দিকে ফ্লাট থাকে কিন্তু বুলেট ট্রেনের চাকা কিছুটা কৌণিক থাকে। নরমাল ট্রেনের ইঞ্জিনে এ সকল শক্তি থাকে যা বাকী চাকা গুলোকে টেনে নিয়ে যায়। বুলেট ট্রেনের প্রতি চাকায় ড্রাইভ থাকে মানে সব চাকায় চালিকা শক্তি থাকে। ট্রেন লাইন এর বাকগুলো যে দিকে বাঁকে সে দিকে ঢালু থাকে, সাথে সাথে প্রতিটা বগির নিচে এয়ার ব্যাগ থাকে, যাতে স্পীড না কমিয়ে, ট্রেন এক্সিডেন্ট না করে চলতে পারে। বুলেট ট্রেন নির্মাণের পর দ্রুতগতি সম্পন্ন রেল যোগাযোগ ব্যবস্থার দিকেই গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া সারাদেশে রেললাইন ডুয়েল গেজে রূপান্তরের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন থেকে কোন রেললাইন আর মিটারগেজে তৈরি করা হবে না। এতে ব্যবসার প্রসার সম্প্রসারিত হবার পাশাপাশি কর্মব্যস্ত জনগণকে আর ভোগান্তি পোহাতে হবেনা।
©somewhere in net ltd.