নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারের সুদক্ষ পররাষ্ট্রনীতিতে পোশাক শিল্পের জন্য ২ কোটি ডলার ঋণ দেবে উত্তর আমেরিকার পোশাক আমদানিকারক জোট অ্যালায়েন্স

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪























কারখানার পরিবেশ উন্নয়নে বাংলাদেশের পোশাকশিল্প মালিকদের স্বল্প সুদে ঋণ দিতে দুই কোটি ডলারের তহবিল গঠন করেছে উত্তর আমেরিকার পোশাক আমদানিকারকদের জোট অ্যালায়েন্স। একেবারে শুরুতে, অ্যালায়েন্স সদস্যরা শ্রমিক নিরাপত্তা তহবিলে পাঁচ কোটি ডলার দিয়েছে। এছাড়া কারখানা মালিকদের কারখানার মানোন্নয়নে স্বল্প সুদে ঋণের জন্য আগেই ১০ কোটি ডলারের তহবিল গঠন করা হয়েছে। সম্প্রতি স্বল্প সুদে পুঁজি পেতে কারখানা মালিকদের সহযোগিতার লক্ষ্যে আরো দু’কোটি ডলারের তহবিল অনুমোদন করেছে। বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমমান উন্নয়নে অ্যালায়েন্সের গত এক বছরের কাজের প্রশংসার দাবীদার। সম্প্রতি বাংলাদেশের পোশাক কারখানায় অগ্নি-নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে মার্কিন প্রতিষ্ঠান ন্যাশনাল ফায়ার প্রটেকশন অ্যাসোসিয়েশন (এনএফপিএ)-এর সঙ্গে এক সমঝোতা স্মারক সই করেছে অ্যালায়েন্স। এই চুক্তির আওতায় বাংলাদেশের কারখানাগুলোতে নিরাপত্তার মানদণ্ড সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করে যাবে এনএফপিএ। এ লক্ষ্যে কারখানা শ্রমিক এবং ব্যবস্থাপনা কর্মীদের নিরাপদ অগ্নি ও বিদ্যুৎ ব্যবস্থার ওপর প্রশিক্ষণ কর্মসূচি জোরদারের পাশাপাশি ঝুঁকি চিহ্নিত করা ও তা দূর করার ওপর প্রয়োজনীয় তথ্য সরবরাহ করার ব্যাপারেও সংস্থাটি কাজ করবে। অগ্নি ও ভবন নিরাপত্তা নিয়ে কাজ করা এনএফপিএ একটি অলাভজনক প্রতিষ্ঠান, বিশ্বব্যাপী এ সংশ্লিষ্ট কাজে যাদের বিশেষ সুনাম রয়েছে। এনএফপিএ’র সঙ্গে এই সহযোগিতা অগ্নি ও ভবনের নিরাপত্তা বিধানের জন্য বিশ্বজুড়ে বর্তমানে প্রচলিত সেরা ব্যবস্থা ও মানদণ্ড। এটি অনুসরণের মাধ্যমে আমাদের সদস্যদের কারখানাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে। আর এসবই সম্ভব হচ্ছে সরকারের সুদক্ষ পররাষ্ট্রনীতির ফলে।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.