![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
গত বছর প্রতারিত হজযাত্রীদের সরকার দায়িত্ব নিয়ে এবার হজ্জে পাঠিয়েছে। হয়ত সে জন্যই প্রতারক হজ্জ এজেন্টরা এতে আরও উৎসাহিত হয়ে প্রতারণার মাত্রা আরও বাড়িয়েছে। তারই প্রমাণ মিলল গত দু’দিন। প্রতারণার শিকার হওয়া ছয়শ’ জনের চারশ’ জনকেই রবি ও সোমবার হজ্জে পাঠিয়েছে সরকার। বাকিদের পাঠানো হবে আজ হজ্জের শেষ ফ্লাইটের দিন। ভিসা আছে এমন সব যাত্রীরই পাসপোর্ট নেয়া হয়েছে। এখন শুধু টিকেট কেটে বাকিদের পাঠানো হবে আজ। এখন পর্যন্ত মোট ৬৩০ হজ্জযাত্রীর কাছ থেকে প্রতারিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। যেসকল হজ্জযাত্রী প্রতারণার শিকার হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছে তাদেরকেই সরকারী ব্যবস্থাপনায় হজ্জে পাঠানো হচ্ছে। এসব হজ্জযাত্রীর বিমান ভাড়া শুধু সরকার বহন করছে। বাকি আনুষঙ্গিক সকল খরচ হজ্জযাত্রীদেরই বহন করতে হবে। যে সকল হজ্জ এজেন্সি প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সোমবার পর্যন্ত ৯৫ হাজার ৩৯৬ জন হজ্জযাত্রী হজ্জে গেছেন। আর বাকি রয়েছেন ২ হাজারের মতো। আজ বাকি যাত্রীরা যাবেন। কিন্তু বিগত চারদলীয় জোট সরকারের আমলে হজ্জ ব্যবস্থাপনায় যে অনিয়ম ছিল, যে দুর্ভোগ ছিল, এখন আর সেই অনিয়ম নেই, এমনকি কোন প্রকার দুর্ভোগও পোহাতে হয় না।
©somewhere in net ltd.