নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডিজিটাল বাংলাদেশ গড়ুন

আমি একজন সাধারণ মানুস।তাই বেশী কিছু লিখবো না।

মেসি০০৭০০৭

আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।

মেসি০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকারী কর্মচারীদের আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণে মতিঝিল কলোনিতে চারটি ২০তলা ভবন নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ সরকারের

১২ ই অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১২

মতিঝিল সরকারী কলোনিতে চারটি ২০তলা ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। সরকারী কর্মচারীদের জন্য এগুলো তৈরি করা হবে। এ সংক্রান্ত একটি প্রকল্প হাতে নিচ্ছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১৭৬ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকা। ২০১৮ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের কাজ শেষ হবে। ঢাকা শহরে সরকারী চাকরিজীবীদের আবাসন ব্যবস্থা অত্যন্ত অপ্রতুল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আবাসন পরিদফতর চাহিদা অনুযায়ী সরকারী চাকরিজীবীদের আবাসন সুবিধা দিতে পারছে না। ফলে সরকারী চাকরিজীবীদের মধ্যে হতাশার সৃষ্টি হচ্ছে এবং তাদের কর্মক্ষমতাও হ্রাস পাচ্ছে। ঢাকা শহরে প্রায় ৩ লাখ কর্মকর্তা-কর্মচারীর জন্য প্রায় ১৫ হাজার সংখ্যক সরকারী আবাসন ফ্ল্যাটের সুবিধা আছে। সে হিসাবে আরও ২ লাখ ৮৫ হাজার আবাসন ফ্ল্যাট সুবিধার প্রয়োজন রয়েছে। এ প্রেক্ষিতে প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারী কর্মচারীদের একটি নিরাপদ, স্থাস্থ্যকর আবাসনের সুযোগ সৃষ্টি হবে যা, পরোক্ষভাবে তাদের কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.