![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
উজানের ঢলের ক্ষতি পুষিয়ে নিতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার উত্তরের জেলাসমূহে পুনর্বাসন ও দক্ষিণাঞ্চলে কৃষি প্রণোদনা কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর আওতায় দেশের মোট ২৬ জেলার দুই লাখ পাঁচ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হবে। এতে সরকারের প্রায় ২৪ কোটি টাকা ব্যয় হলেও কৃষকদের ফসল উৎপাদনে আয় বাড়বে ১৮৯ কোটি টাকার। বর্তমান কৃষিবান্ধব সরকার সব সময় কৃষকদের পাশে থেকে সাধ্যমতো সহায়তা দিয়ে আসছে। এবারও কৃষি মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং দক্ষিণাঞ্চলের কৃষকদের উৎসাহিত করতে আসন্ন রবি মৌসুমে কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচী গ্রহণ করেছে। এই কর্মসূচীর আওতায় দুই লাখ পাঁচ হাজার কৃষককে বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, খেসারির বীজ ও সার প্রদান করা হবে। এতে সরকারের ব্যয় হবে ২৩ কোটি ৯৭ লাখ টাকা। আর কৃষকদের উৎপাদন আয় দাঁড়াবে ১৮৯ কোটি ৩৭ লাখ টাকা। উজান থেকে নেমে আসা ঢলে ১৩ জেলার প্রায় ৩ লাখ ৭ হাজার ৮০৩ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। অর্থের হিসাবে এ ক্ষতির পরিমাণ ৬৯৫ কোটি টাকা। এই ক্ষতি কাটিয়ে উঠতেই এই কর্মসূচী গ্রহণ করেছে সরকার। বর্তমান সরকারের এ মহতী উদ্যোগ উত্তরাঞ্চলসহ সমগ্র দেশের জনগণের কাছে প্রশংসিত হয়েছে।
©somewhere in net ltd.