![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
শীঘ্রই আরব আমিরাত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরের মধ্য দিয়ে দীর্ঘদিন বন্ধ থাকা বাংলাদেশের অন্যতম বাজারটি আবারো উন্মুক্ত হবে বলেই আশা করা যাচ্ছে। এ আশায় বুক বাঁধছেন আরব আমিরাত প্রবাসীরাও। নিরাপত্তা এবং সাজাপ্রাপ্তদের বিনিময় সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর হতে পারে। ভিসা খোলার শর্ত হিসাবে এই দুটি চুক্তিরই প্রস্তাব করেছে আরব আমিরাত। আরব আমিরাতে বর্তমানে ১০ লাখের মতো পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ ও অদক্ষ বাংলাদেশি বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন। বাংলাদেশি কর্মীদের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় ২০১২ সালের আগস্টে আরব আমিরাত সরকার বাংলাদেশি কর্মীদের নতুন ভিসা দেওয়া এবং ভিসা নবায়নে নিষেধাজ্ঞা আরোপ করে। সেই থেকে আজ পর্যন্ত বন্ধ আছে দ্বিতীয় বৃহত্তর এই আন্তর্জাতিক শ্রমবাজার। এই বন্ধ শ্রম বাজার উন্মুক্ত করতেই মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে বাংলাদেশ-আমিরাত সম্পর্কের নতুন দ্বার উন্মোচিত হবে এ প্রত্যাশা পুরো দেশবাসীর।
©somewhere in net ltd.