![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
সরকারী কর্মচারীদের আবাসক সঙ্কট কমানোর জন্য মতিঝিল ও আজিমপুর কলোনিতে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে দুটি পৃথক প্রকল্পসহ আটটি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৮৮৭ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে সরকারী তহবিলের ১ হাজার ৩৮৩ কোটি ৪৮ লাখ, বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৪৯৭ কোটি ৯ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬ কোটি ৭১ লাখ টাকা ব্যয় করা হবে। একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে- আজিমপুর সরকারী কলোনিতে আবাসিক ভবন নির্মাণ, ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি ৪৫ লাখ টাকা। মতিঝিল কলোনিতে আবাসিক ভবন নির্মাণ, বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৭৬ কোটি ৪২ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে সরকারী কর্মচারীদের আবাসন সংকট সমস্যা লাঘব হবে বলে আশা করা যাচ্ছে।
©somewhere in net ltd.