![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
মাওয়ায় পদ্মা সেতু নিয়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। স্বপ্নের সেতু রূপ পেতে যাচ্ছে বাস্তবে। চীন থেকে পদ্মা সেতুর কাজের মালামাল মাওয়ায় আসার পর কাজে নতুন গতি এসেছে। সেতুর এ্যাপ্রোচ রোড, তীর রক্ষা বাঁধ ও নদী শাসনসহ সব কাজেই নতুন করে উদ্যম লক্ষ্য করা যাচ্ছে। দ্রুত এগিয়ে চলছে সব কিছুই। সেনাবাহিনীর প্রায় ২ হাজার সদস্য এবং বেসামারিক দেশী-বিদেশী প্রায় ৪ হাজারসহ মোট ৬ হাজারের মতো মানুষ পদ্মা সেতুর এই কর্মযজ্ঞে সরাসরি সম্পৃক্ত রয়েছে। ইতোমধ্যে পুনর্বাসন, কনস্ট্রাকশন ইয়াড, জমি অধিগ্রহণসহ অনেক কাজই সম্পন্ন হয়ে গেছে। এখন শুধু বাকি মূল সেতু। এ মূল সেতু তৈরির জন্য পদ্মা তীরে বেশ কিছু স্থাপনা প্রয়োজন হবে। চীনে সেসব স্থাপনা তৈরি করা হয়েছে। শীঘ্রই দেশের মানুষও মূল সেতুর দৃশ্যমান অগ্রগতি নিজ চোখে দেখতে পাবে। স্বপ্নের সেতু বাস্তবরূপ লাভ করছে দেখে পদ্মাপারের লাখো মানুষও খুশি। পদ্মা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চল ও মুন্সীগঞ্জ শুধু নয়, গোটা দেশের অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। পদ্মা সেতুকে ঘিরে মাওয়া-জাজিরা সেনানিবাস হচ্ছে। এখানে কর্মরত সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেড ইতোমধ্যেই কাজ শুরু করেছে। এই ব্রিগেডের কর্মযজ্ঞে এখানে বিশেষ মাত্রা যুক্ত হয়েছে। এক সময় স্বপ্নে দেখতাম এই সেতু। অহন দেখতাছি আসলেই বাস্তবে সেতু হইতাছে। তাই আনন্দ লাগতাছে।
©somewhere in net ltd.