![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
জামায়াতে ইসলামী এখন গণতন্ত্র ও রাজনীতির উপযুক্ত নয়। একাত্তরে তারা প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণহত্যা করেছে। সেই জামায়াতে ইসলামী এখন স্বাধীন বাংলাদেশে আদালতের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে হরতাল ডাকছে। হরতাল ডেকে জামায়াত ফের মানবতাবিরোধী অপরাধ করছে। বেগম খালেদা জিয়া মুখ বন্ধ করে তাদের সমর্থন দিচ্ছেন এটাও লজ্জাজনক। বেগম জিয়া ১৯৭১ এর রাজাকারদের সমর্থন দিয়ে নব্য রাজাকারের ভূমিকা নিয়েছেন। তিনি বলেন, একাত্তরের মতো জামায়াত এখনও অমানবিক। তারা বাচ্চাদের হাতজোড় করা অনুরোধও উপেক্ষা করেছে। শিক্ষার্থীদের পূর্ব নির্ধারিত পরীক্ষার সময় হরতাল দিচ্ছে। জাসদ আন্দোলন করেছে। আওয়ামীলীগ পাকিস্তানের পতন ঘটিয়েছে। সামরিক শাসনের উচ্ছেদ করেছে। এরশাদ ও জিয়ার বিরুদ্ধে আন্দোলন করেছে । কখনও পরীক্ষার সময় হরতাল ডাকেনি। আর এখন পরীক্ষার সময় হরতাল দিয়ে শিক্ষার্থীদের বিপর্যয় ঘটাচ্ছে তারা। এর মাধ্যমে তারা আরেকটি মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করছে। এটা খুবই দুঃখজনক। তারা হরতাল দিয়ে দেশদ্রোহী অপরাধ করে চলছে।
©somewhere in net ltd.