![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন স্টুডেন্ট তাই ভালো কিছু করতে চাই।
থানা থেকে পুলিশের টহল টিম নির্দিষ্ট এলাকার নিরাপত্তার জন্য বের হয়ে অন্যত্র গিয়ে অপেশাদার কাজে যুক্ত হচ্ছে। এ ছাড়া কাজ ফাঁকি দিয়ে অফিস চলাকালীন পুলিশ সদস্যরা কোথায় গল্পগুজব করছেন। কর্মপরিবেশে পুলিশ সদস্যদের অবস্থান নিশ্চিত করে জানতে ঢাকা মহানগর পুলিশে যুক্ত হচ্ছে 'টিম ট্র্যাকার' নামে একটি প্রযুক্তি। নেটওয়ার্ক প্রযুক্তিতে কোনো পুলিশ সদস্যের সুনির্দিষ্ট অবস্থান জানা যাবে। এ ছাড়া পুলিশে যুক্ত হচ্ছে 'সিটি সার্ভিলেন্স ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম'। এর মাধ্যমে সন্দেহভাজন যানবাহনের ছবি তুলে সংরক্ষণ করা সম্ভব। তাছাড়া ক্যামেরা কালো তালিকাভুক্ত ও যানবাহনের ছবি তুলে সংশ্লিষ্ট জায়গায় নিজেই পাঠাবে। অপরাধ করে দ্রুত গাড়ি পালিয়ে যাওয়া বন্ধ রোধ করতে সরকারের এমন কার্যকর পদক্ষেপ। এদিকে, চলতি মাসের মধ্যে ডিএমপিতে যুক্ত হচ্ছে 'বডি ওর্ন ক্যামেরা'। এ প্রযুক্তির মাধ্যমে রাস্তায় কোনো পুলিশ সদস্য যে কোনো ঘটনার ভিডিও করতে পারবেন। এ ছাড়া পুলিশ যুক্ত করেছে প্রপার্টি ট্র্যাকিং সিস্টেম। এ প্রযুক্তির মাধ্যমে পুলিশের জন্য ব্যবহৃত সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করবে সরকার। সরকারের এমন উদ্যোগে কারও পক্ষে প্রকৃত ঘটনা আড়ালের সুযোগ থাকবে না। কোনো অঘটনার পর দ্রুত কাছাকাছি থাকা পুলিশের টিমকে ঘটনাস্থলে পাঠাতে সরকারের এমন উদ্যোগ প্রশংসার দাবীদার।
©somewhere in net ltd.