নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মনের প্রেম বাঁগানে আসো বন্ধু তুমি এক রাশ লাল গোলাপ হয়ে ।
আমি মরি কেওকি তোমায় ছিড়ে নিয়ে যায় নাকি সে ভয়ে ।
এখন যে ভাবে আসো বন্ধু মনের ফুল বাঁগানে ।
কথা দিচ্ছি এ ভাবেই থাকবে সারা জীবন হৃদয়ে থাকি আমি যেখানে ।
তোমার মনে আমার শনে ।
জানে প্রেম আছে মনের মধু বনে ।
গাছের প্রেম যেমমন বন্ধু সত্য মাটির সাথে
তেমন তোমার আমার প্রেম সত্য মিথ্যে নেই এক বিন্দু তাতে ।
২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫
ব্লগার মাসুদ বলেছেন: আননেরে ধন্যবাদ বাউল ভাই
২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৩১
ইমতিয়াজ ১৩ বলেছেন: বালুই অইছে।
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:৪২
এমএম মিন্টু বলেছেন: ওহ ওহ মন্ড নয় চলুক প্রেম বাগান
২২ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:০৬
বাউল আলমগী সরকার বলেছেন: