নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ভাইয়ের রক্তে মাখা একুশে ফেব্রুয়ারি মাসে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই রক্তে মাখা মাসে যে পোস্ট গুলো আর্কাইভ হয়েছে সব গুলো পোষ্ট এক সাথে দেওয়ার চেষ্টা করলাম । মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারির ভাষা শহিদের স্মরণে সামুর ব্লগ টিম ও কর্তৃপক্ষকে শুভেচ্ছা ।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্র্র্রুয়ারি কি পারি।অ, আ, ই, ঈ,
[১] "অমর একুশে" - ইতিহাসের বুকে নয় বরং বর্তমানের বুকে অতীতের আস্ফালন দিশেহারা রাজপুত্র ।
(২) ভাষার যুদ্ধ ভাষার মাস তাই ভাষা শহিদদের জানাই বিরম শ্রদ্ধাঞ্জলি। ব্লগার মাসুদ
(৩) একুশের চেতনায় লেখা: ‘আমার বানামে ভূল হয় না!’ মাঈনউদ্দিন মইনুল ।
(৪) স্মৃতিচারন ২১ ফেব্রুয়ারি ১৯৭০ শাহ আজিজ।
(৫) কি লাভ হলো ভাষাকে হাতে রেখে স্বদেশ হাসনাইন।
(৬) ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু স্পাইক্র্যাফ্
(৭) আমার "হৃদয়ে বাংলাদেশ" ও একটি অন্য রকম স্বপ্ন পূরণের গল্প শায়মা ।
(৮) দেখতে কেমন ছিল হাজার বছর আগের বাংলা বর্ণমালা জাফরুল মবীন ।
(৯) রক্তে ভেজা ভাষার মহিমা এ.টি.এম.মোস্তফা ।
(১০) সালাম বরকত রফিক...... রাস্কেল!!
হাবিবুর রহমান জুয়েল ।
(১১) 'রাষ্ট্রভাষা কোনটি হওয়া বাঞ্ছনীয় হবে?' দীপংকর চন্দ।
(১২) বাংলা ভাষা ও চির অমলিন সেই পাঁচ শহীদের গাঁথা আমি ময়ূরাক্ষী।
(১৩) পলাশী ব্যারাক আন্দোলন- বাংলা ভাষার জন্য রাজপথের প্রথম আন্দোলন। প্রবাসী পাঠক।
(১৪) স্বাধীনতা যুদ্ধের কাহিনী - ১ম খন্ড আগুন ডানা ।
(১৫) কারণ- একুশ । (কবিতা) কলমের কালি শেষ।
(১৬)সারা দেশে চলবে কাকতাড়ুয়ার বাংলা বানান শুদ্ধি: আগ্রহীরা যোগাযোগ করুন খলিলুর রহমান ফয়সাল
(১৭) আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমার ভায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি আমি ময়ূরাক্ষী
(১৮) শিক্ষার মাধ্যমে মাতৃৃভাষার আলো বাংলার প্রতেকটি ঘরে জ্বলে উঠুক ! মামুন ইসলাম
(১৯) সবার সেরা মাতৃভাষা সেলিম আনোয়ার
(২০) 'ভাষা সৈনিক গোলাম আজম' - ইতিহাস কি বলে আলোকিত আধারে
(২১) ১৯৫২ ভাষা আন্দোলন অতঃপর আমরা সুমাইয়া আলো
(২২) #মাতৃভাষায় টুইট করুন এবং অনলাইনে উদযাপন করুন ভাষার বৈচিত্র্য নুরুন্নবী হাছিব
(২৩) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং একদিনের ভালোবাসা! ধূসরছায়া
(২৪) বাংলা বনাম উর্দূ ! মেহেদীহাসান-
(২৫) বাংলাভাষার বর্তমান দূর-অবস্থার কারন এবং প্রতিকার যাযাবর চিল ।
(২৬) অমর ২১শে ফেব্রুয়ারি এনটনি ।
(২৭) "অনূভূতি ও বাংলা ভাষার অবস্থান" ন্যানো ব্লগার ইমু
(২৮)একুশের রাত্রিক্ষণ । (কবিতা) কলমের কালি শেষ
(২৯) অমর একুশে গ্রন্থমেলা দীপংকর চন্দ
(৩০) ভাষার শক্তি, প্রাত্যহিক জীবনের জোর ফকির ইলিয়াস
(৩১) "একুশের গল্প- একটি প্রেম কিছু শূন্যতা" দিশেহারা রাজপুত্র
(৩২) যত অবজ্ঞা আর অবহেলা বাংলা বানানে!
আকরাম হোসেন(ইলুসিব ইলুশান)
অবস্থান মৌনতায়,.....
(৩৩) ভাষা সৈনিক সফিউদ্দিন আহমেদ ও কিছু কথা ।
ওয়াসিম ফারুক হ্যাভেন
(৩৪) গল্প: বর্ণমালার মতো উড়ে গেল সে সকাল রয়
(৩৫) না পড়ে ঘুমুতে যাবেন না আজ , আপনার দোহাই লাগে !!! শাহ আজিজ
(৩৬)বাংলা ভাষা, ভাষা আন্দোলন এবং ইসলাম - সংঘাত নাকি সমন্বয় আলোকিত আধারে
(৩৭)
উৎসর্গ সকল শহিদ ভাইদের প্রতি ।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৩
ব্লগার মাসুদ বলেছেন: অসংখ ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯
বাড্ডা ঢাকা বলেছেন: চমৎকার কাজ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
ব্লগার মাসুদ বলেছেন: আপনার লেখা গুলো অনেক ভালো কিন্তুু ।। আরো ভালো ভালো লেখা চাই কবি। মন্তব্যে ধন্যবাদ
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার পোষ্টে বানান ভুল আছে। যেহেতু ভাষা নিয়ে পোষ্ট লিখেছেন, তাই এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষন করছি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য । তারাফুরো করে পোষ্ট দিয়ে অফিসে চলে যাওয়ায় বানান ঠিক করে দিতে দেরি হলো বলে আন্তরিক ভাবে দুংখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নাই । পারলে ক্ষমা করবেন।
যতটুক সম্ভব হলো ঠিক করে দিলাম ।
আর একবার ধন্যবাদ জানাই আপনাকে এই ভেবে আমি যখন পোষ্ট দিয়েছিলাম তখন মনে মনে ভেবেছিলাম একুুশেফেব্রুুয়ির সঙ্কলন সে হিসেবে হয়ত পোষ্টটি তৃত্বীয় কোন স্থান লাভ করবে । সেখানে এই একটু খানি ভুলের জন্য পোষ্টটি নির্বাচিত পাতায় পযন্ত গেলনা । যাক তাও ভালো এখন প্রথম পাতায় রেছেন মুছে দেন নাই । এই ভেবে আরেক বার ধন্যবাদ ভাইয়া আপনাকে ।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪২
মামুন ইসলাম বলেছেন: চমৎকার একটি কারু কাজ।পোষ্ট প্রিয়তে রাখলাম।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৪
ব্লগার মাসুদ বলেছেন: পোষ্টি পড়া ধন্যবাদ
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:২৮
জাফরুল মবীন বলেছেন: আমার সর্বশেষ পোস্টে করা মন্তব্যের সূত্র ধরে আপনার ব্লগে এসে আপনার এই কষ্টসাধ্য প্রচেষ্টাটি দেখে বেশ ভাল লাগল।আরও ভাল লাগল আপনি আপনার সংকলনে আমার একটি পোস্টকে স্থান দিয়েছেন।ধন্যবাদ আপনাকে।
তবে সংকলন করার মত একটি নান্দনিক কাজের কিছু টেকনিক্যাল ব্যপারে বিশেষ নজর দিলে এ ধরণের পোস্ট ব্লগের সম্পদ হয়ে থাকবে বলে আশা করি।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৫
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মবীন ভাই এর পর থেকে চেষ্টা করবো ।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১
কালের সময় বলেছেন: শুভকামনা রইলো আপনার
জন্য
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:০২
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই কালের সময়
৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:১০
আরজু পনি বলেছেন:
ভালো উদ্যোগ...
প্লাস রইল ।
ভাষা সংক্রান্ত পোস্টে বানানে সতর্কতা বেশিই জরুরী ।
আমারও প্রচুর বানান ভুল হয়...
পোষ্ট আবডেট হব...এখানে পোস্ট আপডেট হবে সম্ভবত লিখতে চেয়েছিলেন ।
পোস্ট... দন্তস হবে ।
চালিয়ে যান...অনেক শুভকামনা ।।
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৯
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ আপু ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য । ঠিক করে দিছি ।আরেক বার পোস্টটি দেখে গেলে খুশি হোতাম আপু ।
৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৭
মিন্টু হ্যকার আবার ব্যান কুরলে খুবর আছে মডু ভিতুরা বলেছেন: ভালো লাগলো
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৫
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।
৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭
শায়মা বলেছেন: ভাইয়াজী তুমি দেখছি তাড়াহুড়ো করতে গিয়ে তড়াহুড়ো বানানটাই ভুল করে ফেললো! নাকি তোমার দেশে তাড়াহুড়োকে তাড়াফুড়োই বলে!
আর আমার পোস্ট টা আমার বই নিয়ে লেখা একুশ নিয়ে নয় ভাইয়া!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৪৪
ব্লগার মাসুদ বলেছেন: আপু ভুলগুলোর জন্য দুংখ প্রকাশ করা ছাড়া আর কিছু বলার নাই । দূর আপুনি ঐ একই কথা হোল বই নিয়ে পোস্ট হলেও কোন সমস্যা নাই । ভালো থেকো আপু ।
১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৪
আরজু পনি বলেছেন:
আপনি অনুগ্রহ করে আমার উপর রাগ করবেন না...আবার আসতে হলো...
অর্কাইভ... আর্কাইভ হলে ভালো হয় ।
স্বরনে ... স্মরণে
কৃতপক্ষকে ... কর্তৃপক্ষকে
অন্তিম শুভেচ্ছা মানে শেষ শুভেচ্ছা
অন্তিম=শেষ
আপনি কি কর্তৃপক্ষ আর ব্লগ টিমকে শেষ শুভেচ্ছা জানাতে চান ?
আশা করি আমার এই মন্তব্যকে সদর্থকভাবেই নিবেন।
আমার নিজেরও অনেক বানান ভুল হয়। তাই বানান ভুলের কষ্টটা আমি বুঝি ।
অনেক শুভকামনা রইল আবারও ।।
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩
ব্লগার মাসুদ বলেছেন: আপু কাজের চাপ থাকার কারনে বল্গে সময় দিতে পারছিনা আজ রাতে বানান ঠিক করে ও আবডেট দিবো ।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩
ইমতিয়াজ ১৩ বলেছেন: প্রথম ভাল লাগা ভাষা সংক্রান্ত সংকলন পোস্টে। আপনার পরিশ্রম সার্থক হোক।
বিনম্র শ্রদ্ধা সকল ভাষা শহীদদের প্রতি।