নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রুনা লায়লার শিল্পী জীবনে ৫০তম বর্ষ পূর্তি ।
আগামী ১০ এপ্রিল সন্ধ্যায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেইমে বাংলার জন প্রিয় কন্ঠশিল্পী রুনা লায়লার শিল্পী জীবনের ৫০ তম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশেষ কনসার্টে অনুষ্ঠান ।
এ কনসার্টে শিল্পী রুনা লায়লার শিল্পী জীবনের সব থেকে জন প্রিয় গান গুলো পরিবেশন করবেন ।
এ অনুষ্ঠানে জন প্রিয় কন্ঠ শিল্পীর রুনা লায়লার সঙ্গে আর গান পরিবেশন করবেন ভারতীয় কন্ঠ শিল্পী কেকে । এ ছাড়া উক্ত আয়োজনে আরো অংশ গ্রহন করিবেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ ।
যখন থামবে কোলাহল
ঘুমে নিঝুম চারিদিক
আকাশের উজ্জল তারাটা
মিটমিট করে শুধু জ্বলছে
বুঝে নিও তোমাকে আমি ভাবছি
তোমাকে কাছে ডাকছি
ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার
জেগে থেকো সেই রাতে
যখন ফুলের গন্ধ এসে
আবেশ ছড়াবে মনে
বুঝে নিও আমি
আসছি সঙ্গোপনে
কোকিলের ডাক যদি শোনো
আমি আর দুরে নেই যেনো
একটু পরেই দেখা হবে দুজনাতে
যখন দখিন বাতাস গায়
পরশ বুলাবে এসে
যেনো এসে গেছি
আমি অবশেষে
বাসনার সেই নদীতীরে
চিনে নিও প্রিয় সাথীরে
স্বপ্ন ভেবে কেদোনাকো বেদনাতে
©somewhere in net ltd.