নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক জন ব্লগার হওয়ার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে থাক প্রয়োজন নেই ব্লগার হওয়ার । আমাদের এ সমাজে একজন ব্লগার মানে নাস্তিক আর সরকার বা রাষ্ট্রের কাছে যখন একজন মিডিয়া সাংবাদিক ও নাগরিক সাংবাদিক বা ব্লগার মূল্যহিন হয়ে যায় । তখন সে সমাজে আমি একজন ব্লগার বা পেশায় সাংবাদিক হতে চাই না ।
সত্য বলতে গেলে হয়ত এ সংসারে সবই আমরা গোলাতে দেখবো । যেখানে কয়েকটি বিষয় আমরা একটু মনযোগ দিয়ে লক্ষ্য করলে অনেক কিছু টের পাবো ।
যেমন ধরেন ব্লগার রাজিব আহম্মেদ হর্ত্যা হয়েছে আজ কতটা বছর হয়ে গেছে অথচ আজ তার বিচার অনেক দূরের বিষয় সে হর্ত্যা কান্ডের একজন আসামী পযন্ত গ্রেফতার করতে পারেন নি ।
আচ্ছা ঠিক আছে ধরে নিলাম রাজিব হয়তো একটু বেশি লেখে ফেলেছিল তাই তাকে জীবন দিতে হয়েছে । কিন্ত সাগর-রুনি তারাও কি বেশি লেখে ফেলেছিল । আর যদি বেশি কিছু লেখেই থাকেন তাহলে সেই বেশিটুক কি লেখেছিলেন তার কোন সঠিক তথ্য বা প্রমান কেও দিতে পারবেন । আমি আসলে বলতে চাইছিলাম যে আসলে ওরা এমন কি বেশি লেখেছিল যে লেখাটির কারনে ওদের নীরঅপরাধ দুটি জীবন দিতে হলো ।
পুরোই বিষয়টি নিয়ে একটি গভীর ভাবনার বিষয় । কিন্তু আমার ভাবনা হয়তো ভুল হতে পারে তবে আমার কাছে মনে হয় বিষয়
গুলো রাষ্ট্র সরকার ও দেশের প্রশাসন গুলো যদি একটু সচেতন
এবং হতেন, একটু ভেবে চিন্তে দেখতেন তা হলে হয়তো এ দেশে আর কোন নিরহ সাগর-রুনিকে লেখালেখির জন্য জীবন দিতে হবে না । হয়ত বা আর কোন শিশু মেঘকে অকালে বাবা মা হারাতে হবে না ।
এটা আসলে আমাদের বাঙ্গালী জাতি হিসেবে কখন কাম্য নয় । যেখানে ভাষার জন্য হাজার হাজার মায়েরা সন্তান হারিয়েছেন
সেখানে সেই বাংলা ভাষায় আমরা লেখি বলে এখন আমাদের জীবন দিতে হচ্ছে । আজ রাজিব,সাগর-রুনি কাল অভিজিৎ । এভাবে আর কতজনকে কতদিন জীবন দিতে হবে কে বলতে পারে । তাহলে কি আমরা বাঙ্গালী জাতি ধরে নেব এখনো এ দেশে ভাষার বিরুধিরা রয়ে গেছেন তারা এখনো আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চাইছেন ।এটা কি নতুন অধ্যায়ের নতুন একটি ভাষা যুদ্ধের মতো শুরু হয়ে যাচ্ছে না । নাকি ভাষা যুদ্ধ এখনো শেষ হয়নি ।
দেশের রাষ্ট্রিয় সরকার এবং আইন প্রশাসন বহিনীর ভাইগো কাছে আমার ছোট্র একটা আবেদন এ বিষয়গুলোর প্রতি একটু নজর দিয়েন ।
আর যাতে কোন ভাই বোনকে বাংলা লেখার জন্য অকালে জীবন দিতে না হয় ।
২৮ শে মার্চ, ২০১৫ দুপুর ১:২১
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ মামুন ইসলাম ভাই
২| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:০৪
বাড্ডা ঢাকা বলেছেন: ভাল লেখেছেন
৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫০
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন ।
৩| ৩০ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগার মানেই নাস্তিক!!!
এই দেশে কতজন মানুষ শিক্ষিত এবার বুঝেন
০১ লা এপ্রিল, ২০১৫ ভোর ৫:১৪
ব্লগার মাসুদ বলেছেন: সব কিছু ভাই শিক্ষা দিয়ে মাপকাটি করা যায় না । মূল কথা হচ্ছে আপনার মন ।আপনার কিছু একটা বলতে চাইলে সেইটা কোন বিষয়ের উপরে । আমদের আগে এই বিষয় গুলো বুঝতে হবে ।
সবাই যদি সব কিছু গুছিয়ে বা বানান সঠিক শুদ্ধ্য ভাবে লেখতে পারতো তাহলে সবাই এক মাপকাটির ব্লগার হতো । ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫৭
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লেখেছেন । ভাল হইছে লেখা । এখন এদেশে কিছু ভাষা বিরুধী রয়ে গেছে । পোস্টে প্রথম ভাল লাগা ।