নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ › বিস্তারিত পোস্টঃ

মুসলিম ব্লগার ভাই বোনেরা মহান আল্লাহুর সুন্দর ৯৯টি নাম চলুন একবার হলেও পড়ি ।

২৪ শে এপ্রিল, ২০১৫ ভোর ৫:০৮



১। আল্লাহ = আল্লাহ।

২ । আর রাহমান = পরম দয়ালু =সূরা তাওবাহ ব্যতীত সূরা

৩। আর-রহী'ম =অতিশয়-মেহেরবান ।

৪। আল-মালিক=সর্বকর্তৃত্বময় ।

৫ । আল-কুদ্দুস = নিষ্কলুষ, অতি পবিত্র ।

৬ । আস-সালাম = নিরাপত্তা দানকারী ও শান্তি দানকারী ।

৭ । আল-মু'মিন = নিরাপত্তা ও ঈমান দানকারী ।

৮। আল-মুহাইমিন = পরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী ।

৯ । আল-আ'জীজ = পরাক্রমশালী এবং অপরাজয় ।

১০। আল-জাব্বার = দুর্নিবার ।

১১। আল-মুতাকাব্বিইর = নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী ।

১২। আল-খালিক্ব = সৃষ্টিকর্তা ।

১৩ । আল-বারী = সঠিকভাবে সৃষ্টিকারী ।

১৪। আল-মুছউইর = আকৃতি-দানকারী ।

১৫ । আল-গফ্ফার = পরম ক্ষমাশীল ।

১৬। আল-ক্বাহার = কঠোর ।

১৭ । আল-ওয়াহ্হাব = সবকিছু দানকারী ।

১৮। আর-রজ্জাক্ব = রিযকদাতা ।

১৯ । আল ফাত্তাহ = বিজয়দানকারী ।

২০। আল-আ'লীম = সর্বজ্ঞ ।

২১। আল-ক্ববিদ্ব' = সংকীর্ণকারী

২২। আল-বাসিত = প্রশস্থকারী ।

২৩। আর-রফীই' = উন্নতকারী ।

২৪। আল-আহাদ = একক' ।

২৫। আল-মুই'জ্ব = সন্মান-দানকারী

২৬। আল-মুদ্বি'ল্লু = বেইজ্জতকারী ।

২৭। আস্-সামিই' = সর্বশ্রোতা ।

২৮।আল-বাছীর = সর্ববিষয়-দর্শনকারী ।

২৯। আল-হা'কাম = অটল বিচারক ।

৩০। আল-আ'দল = পরিপূর্ণ-ন্যায়বিচারক ।

৩১ । আল-লাতীফ = সকল-গোপন-বিষয়ে-অবগত ।

৩২ ।আল-খ'বীর = সকল ব্যাপারে জ্ঞাত ।

৩৩। আল-হা'লীম = অত্যন্ত ধৈর্যশীল ।

৩৪ ।আল-আ'জীম = সর্বোচ্চ-মর্যাদাশীল ।

৩৫।আল-গফুর = পরম ক্ষমাশীল ।

৩৬। আশ্-শাকুর = গুনগ্রাহী ।

৩৭ । আল-আ'লিইউ = উচ্চ-মর্যাদাশীল ।

৩৮। আল-কাবিইর = সুমহান ।

৩৯।আল-হা'ফীজ = সংরক্ষণকারী ।

৪০।আল-মুক্বীত = সকলের জীবনোপকরণ-দানকারী ।

৪১।আল-হাসীব =হিসাব-গ্রহণকারী ।

৪২।আল-জালীল = পরম মর্যাদার অধিকারী ।

৪৩।আল-কারীম = সুমহান দাতা ।

৪৪।আর-রক্বীব = তত্ত্বাবধায়ক ।

৪৫ ।আল-মুজীব = জবাব-দানকারী, কবুলকারী ।

৪৬। আল-ওয়াসি' = সর্ব-ব্যাপী ও সর্বত্র-বিরাজমান ।

৪৭ । আল-হাকীম = পরম-প্রজ্ঞাময় ।

৪৮ ।আল-ওয়াদুদ = বান্দাদের প্রতি সদয় ।

৪৯। আল-মাজীদ = সকল-মর্যাদার-অধিকারী ।

৫০। আল-বাই'ছ' = পুনুরুজ্জীবিতকারী ।



৫১ । আশ্-শাহীদ = সর্বজ্ঞ-স্বাক্ষী ।

৫২ । আল-হা'ক্ব = পরম সত্য ।

৫৩। আল-ওয়াকিল = পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী ।

৫৪। আল-ক্বউইউ = পরম-শক্তির-অধিকারী ।

৫৫। আল-মাতীন = সুদৃঢ় ।

৫৬। আল-ওয়ালিইউ = অভিভাবক ও সাহায্যকারী ।

৫৭। আল-হা'মীদ = সকল প্রশংসার অধিকারী ।

৫৮।আল-মুহছী = সকল সৃষ্টির ব্যপারে অবগত ।

৫৯। আল-মুব্দি' = প্রথমবার-সৃষ্টিকর্তা ।

৬০।আল-মুঈ'দ = পুনরায়-সৃষ্টিকর্তা ।

৬১।আল-মুহ'য়ী = জীবন-দানকারী ।

৬২।আল-মুমীত = মৃত্যু-দানকারী ।

৬৩।আল-হাইয়্যু = চিরঞ্জীব ।

৬৪।আল-ক্বাইয়্যুম = সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী ।

৬৫।আল-ওয়াজিদ = অফুরন্ত ভান্ডারের অধিকারী ।

৬৬।আল-মাজিদ = শ্রেষ্ঠত্বের অধিকারী ।

৬৭। আল-ওয়াহি'দ = এক ও অদ্বিতীয় ।

৬৮।আছ্-ছমাদ = অমুখাপেক্ষী ।

৬৯।আল-ক্বদির = সর্বশক্তিমান ।

৭০।আল-মুক্ব্তাদির = নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী ।

৭১।আল-মুক্বদ্দিম = অগ্রসরকারী ।

৭২। আল-মুয়াক্খির = অবকাশ দানকারী ।

৭৩।আল-আউয়াল = অনাদি ।

৭৪।আল-আখির = অনন্ত, সর্বশেষ ।

৭৫। আজ-জ'হির = সম্পূর্নরূপে-প্রকাশিত ।

৭৬।আল-বাত্বিন = দৃষ্টি হতে অদৃশ্য ।

৭৭।আল-ওয়ালি = সমস্ত-কিছুর-অনিভাব্ক ।

৭৮।আল-মুতাআ'লি = সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে ।

৭৯।আল-বার্ = পরম-উপকারী ও অনুগ্রহশীল ।

৮০।আত্-তাওয়াব = তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী ।

৮১।আল-মুনতাক্বিম = প্রতিশোধ-গ্রহণকারী ।

৮২।আল-আ'ফঊ = পরম-উদার ।

৮৩।আর-রউফ = পরম-স্নেহশীল ।

৮৪।মালিকুল-মুলক = সমগ্র জগতের বাদশাহ্ ।

৮৫।যুল-জালালি-ওয়াল-ইকরাম = মহিমান্বিত ও দয়াবান সত্তা ।

৮৬।আল-মুক্ব্সিত = হকদারের হক-আদায়কারী ।

৮৭।আল-জামিই' = একত্রকারী এবং সমবেতকারী ।

৮৮।আল-গণিই'=অমুখাপেক্ষী ধনী ।

৮৯।আল-মুগনিই' = পরম-অভাবমোচনকারী ।

৯০। আল-মানিই' = প্রতিহতকারী ।

৯১।আয্-যর = ক্ষতিসাধনকারী ।

৯২।আন্-নাফিই' = কল্যাণকারী ।

৯৩।আন্-নূর = পরম-আলো ।

৯৪।আল-হাদী = পথ-প্রদর্শক ।

৯৫ ।আল-বাদীই' = অতুলনীয় ।

৯৬।আল-বাক্বী = চিরস্থায়ী এবং অবিনশ্বর ।

৯৭।আল-ওয়ারিস' = উত্তরাধিকারী ।

৯৮।আর-রাশীদ = সঠিক পথ-প্রদর্শক ।

৯৯।আস-সবুর = অত্যধিক ধৈর্যধারণকারী ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:০০

মনিরুল হাসান বলেছেন: ২৩ আর ২৪-এ একই নাম দেয়া।

২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:০৪

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই ভুলটি ধরার জন্য । ঠিক করে দিছি ।

( আল-আহাদ = একক )

২| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৮:৫২

কালের সময় বলেছেন: ভালো কাজ ।

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৪৮

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে এপ্রিল, ২০১৫ সকাল ৯:১৬

জাতি_ধর্ম_বর্ণ বলেছেন:
ধন্যবাদ শেয়ার করার জন্য।

যতদুর শুনেছি হিন্দু ধর্মে শ্রীকৃষ্ণের ১০০ টি নাম আছে।

ভাল থাকুন।

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫০

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাই দেখি ওরকম কিছু পেলে সম্ভব হলে অবশ্যই শেয়ার করবো সকল ধর্মের বিষয় সকলে অবগতি ও ধারনা থাকা উচিত তাতে আমরা যে যে ধর্মের মানুষ হই ।

৪| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪

আমি সামুর ভ্ক্তু বলেছেন: শেয়ার করার জন্য।ধন্যবাদ

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫২

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া পড়ার জন্য ।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৬

তিথীডোর বলেছেন: +++++

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৩

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:২২

উল্যাহ ১১ বলেছেন: +++++++++++++++++++++++্

২৫ শে এপ্রিল, ২০১৫ সকাল ৭:৫৩

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৭| ২৬ শে এপ্রিল, ২০১৫ রাত ২:৫০

আমি সৈকত বলছি বলেছেন: ++++++++

পাশা পাশি প্রিয়তে রাখলাম :)

২৬ শে এপ্রিল, ২০১৫ ভোর ৬:২২

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া। প্রিয়তে নেওয়ায় খুশি হোলাম আর ভাইয়া শুধু প্রিয়তে না মুখস্তও করতে হবে । :)

৮| ১০ ই মে, ২০১৫ রাত ৩:৩২

অন্যসময় ঢাবি বলেছেন: উৎসাহমূলক

০৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:০৬

ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.