নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার নবাবগণ ছিলেন বাংলা বিহার উড়িষ্যার শাসকগণ । ১৭১৭ সাল থেকে ১৭৫৭ সাল পর্যন্ত তারা সার্বভৌম নিজেকে বাংলার প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন । পদটি মুঘল আমলে পুরুষানুক্রমিকভাবে নাজিম এবং সুবেদার থেকে সৃষ্টি হয়েছিল ও পরবের্তিতে তারা সংশ্লিষ্ট অঞ্চলসমূহে স্বাধীনভাবে শাসণ করেছিলেন । বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দৌলা পলাশীর যুদ্ধে মীরজাফর কর্তৃক প্রতারিত হন । তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন যারা ১৭৫৭ সালে বাংলা অধিগ্রহণ করে মীর জাফরকে ক্ষমতায় বসান এবং একটি রাজনৈতিক ধারা প্রবর্তন করেন ।
১৭৬৫ সালে দুটি সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় যেখানে নবাবগণ ব্রিটিশদের অধীণে শাসণ করতেন এবং তারা ব্রিটিশদের হাতের পুতুল ছিলেন । ১৭৭২ সালে ধারাটি বিলুপ্ত ঘোষণা করে শাসণ ব্যবস্থা সরাসরি ব্রিটিশদের অধীনে নেওয়া হয়।
১৭৯৩ সালে নবাবদের কাছ থেকে নিজামত গভর্নর অধিকারও প্রত্যাহার করা হয় তখন তাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুধু সামান্য অবসরকালীন ভাতা দেওয়া হত । বাংলার শেষ নবাব মনসুর আলী খান ১৮৮০ সালের ১লা নভেম্বর তার জেষ্ঠ্য পুত্রের জন্য ক্ষমতা থেকে পদত্যাগ করেন ।
মনসুর আলী খানের পদত্যাগের পর মুর্শিদাবাদের নবাব ও বাংলার নবাব মুর্শিদাবাদের নবাব বাহাদুর হিসেবে পরিচিতি পান যেহেতু ১৮৮০ সালে বাংলার নবাব উপাধিটি বিলুপ্ত হয়েছিল । সেসময় রাজস্ব আদায়ে তাদের খুবই কম বা অনেক ক্ষেত্রে কর্তৃত্ব ছিল না বললেই চলে এবং তারা বল প্রয়োগ থেকেও বিরত ছিল ।
১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর রাজ্যসমূহের ভারত বা পাকিস্তানের অঙ্গীভূত হওয়ার বাধ্যবাধাকতা ছিল । এটা উল্লেখ করা যেতে পারে যে মর্শিদাবাদ রাজধানী শহর দুদিনের জন্য পূর্ব পাকিস্তানের অঙ্গীভূত হয়েছিল কারণ এখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ ছিল । ১৯৪৭ সালের ১৭ই আগস্ট এটি ভারতের অঙ্গীভূত হয় । হাজারদুয়ারী প্রাসাদ থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে তেরঙা ভারতের পতাকা উত্তোলন করা হয় । ভারতের সাথে একত্রীত হওয়ার পর এসব রাজ্যসমূহের ক্ষমতা খর্ব হয়ে যায় কারণ ভারত সরকার সকল রাজ্যসমূহের কর্তৃত নিয়েছিল ।
১৯৬৯ সালে শেষ নবাব ওয়ারিস আলী মির্জার সাথে সাথে নাবাব উপাধিটিও ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় । যদিও তিনি তিনজন ছেলে ও তিনজন মেয়ে রেখে গিয়েছিলেন কিন্তু তার মৃত্যুর পূর্বে কোন উত্তরাধীকারী ঘোষণা না করে যাওয়ার দরুন নবাব উপাধিটিও এখানেই সমাপ্তি ঘটে ।
নিম্নের তালিকাটি বাংলার নবাবদের একটি তালিকা। সরফরাজ খান ও মীর মুহাম্মদ জাফর আলী খান বাহাদুর দুইবার করে বাংলার নবাব ছিলেন ।
ধারাটি ১৭১৭ সালে মুর্শিদ কুলি খানের আমলে শুরু হয়েছিল এবং ১৮৮১ সালে মনসুর আলী খানের সাথে সাথে ধারাটি বিলুপ্ত হয়ে গিয়েছিল । নিচে বাংলার নবাবদের তালিকা এবং ছবি দেওয়া হলোঃ
সিরাজদ্দৌলা
জাফর খান বাহাদুর নাসিরি
আলা-উদ-দীন হায়দার জং
সুজা উদ-দৌলা
ওয়াল্লা জা
ইতিমাদ উদ-দৌলা
ফেরাদুন জা
হাশিম উদ-দৌলা
আজাদ উদ-দৌলা
মুবারক উদ-দৌলা
জাফর আলী খান বাহাদুর
আলী জা
হুমায়ুন জা
সাইফ উদ-দৌলা
১৮৮০ সালে বাংলার নাবাব উপাধিটি বিলুপ্ত হওয়ার পর ১৮৮১ সালে বাংলার নাবাব পদটিও বিলুপ্ত হয়ে যায় । পরবর্তিতে মুর্শিদাবাদের নবাব উপাধিটি চালু হয় । মুর্শিদাবাদের তিনজন নবাব ছিলেন নিম্নে তাদের তালিকা এবং ছবি দেওয়া ।
মুর্শিদাবাদের নবাবদের তালিকা ও ছবি দেখুনঃ
আলী কাদির
আমীর উল-উমরা
রেইস উদ-দৌল্লা
আগামী পর্বে আমি বেঁচে থাকলে একে একে নবাব সিরাজদ্দৌলা থেকে শুরু সকল নবাব গণের জীবন সম্পর্কে লেখবো ।
আর আমি মরে গেলে আমারে সবাই মাফ করে দিয়েন ।
ছবি তথ্যসূত্রঃ গুগল থেকে সংগ্রহ ।
০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৩৭
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকুন পেয়ে যাবেন ।
২| ০২ রা মে, ২০১৫ দুপুর ১:৩৩
নাজমুল হাসান মজুমদার বলেছেন: অপেক্ষায় রইলাম পর্বের
০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৩৮
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকুন পেয়ে যাবেন ।
৩| ০২ রা মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪১
সুফিয়া বলেছেন: নবাবি আমলের ইতিহাস অনেকটাই তুলে এনেছেন। এসব ইতিহাস তো আজ বিস্মৃতপ্রায়।
ধন্যবাদ শেয়ার করার জন্য। পোষ্টে ++++++++
০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৩৯
ব্লগার মাসুদ বলেছেন: আপনাকেও পোস্ট পড়া এবং মন্তব্যের জন্য ধন্যবাদ । শুভেচছা নিবেন ।
৪| ০৩ রা মে, ২০১৫ রাত ১:৪৭
***মহারাজ*** বলেছেন: বাহ চমৎকার ইতিহাস ভালো লাগলো পরের পর্ব চাই ।
০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪০
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকুন পেয়ে যাবেন ।
৫| ০৩ রা মে, ২০১৫ রাত ২:১২
বিকারগ্রস্থ আগন্তুক বলেছেন: ভাল লেগেছে, বিস্মৃত এই ইতিহাস জেনে ভাল লাগছে। পরবর্তী পর্বের অপেক্ষায়।
০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪০
ব্লগার মাসুদ বলেছেন: ধন্যবাদ সঙ্গে থাকুন পেয়ে যাবেন ।
৬| ০৩ রা মে, ২০১৫ সকাল ৯:৫৬
কালের সময় বলেছেন: পুরনো ইতিহাস বাহ ভালই লাগলো পোস্টে +++++
০৫ ই মে, ২০১৫ সকাল ১০:৪১
ব্লগার মাসুদ বলেছেন: আপনার কাছে ভালো লেগেছে শুনে আমারো ভালোলাগলো ।
©somewhere in net ltd.
১| ০২ রা মে, ২০১৫ সকাল ৯:৩৬
ক্থার্ক্থা বলেছেন: পরের পর্বের অপেক্ষায় থাকলাম ।