নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ

ব্লগার মাসুদ › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব বাঘ দিবসে চলুন অনেক গুলো বাঘের ছবি দেখি ( ছবি ব্লগ )

২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২০

আমাদের দেশের সুন্দর বনের যে অবস্থা তাতে সম্ভবত বাঘ খুজে পাওয়া যাবে না ।
আর যদিও দুই একটি খুজে পাওয়া যায় তাহলেও বাঘ নয় হয়ত বাঘের পায়ের সাপ পেতে পারেন ।
কি আর করার চলুন বাস্তবে আর বাঘ দেখা সম্ভব নয় তাই বাঘের ছবি দেখি আর তাদের জন্য শোক
দিবসে আয়োজন করি । তবে আমি চিন্তে করে রেখেছি আমি যখন ছেলে মেয়ের বাবা হব তাদেরকে
বাস্তবে হয়ত বাঘ দেখানো সম্ভব নয় তাই এরকম কিছু ছবি সুকেচের ভেতরে সাঁজিয়ে রাখব যা ছেলে
মেয়েকে দেখাব আর বলবো দেখ আগে আমাদের দেশে এরা ছিল পশুদের কিং ।
চলুন সময় নষ্ট না করে বাঘের ছবি গুলো দেখে ফেলি ।

এই আমার অনেক খিদে পেয়েছে কেও আমার সামনে আসবে না খেয়ে ফেলব ।

ওহ কতখন থেকে দাঁত বের করে বসে আছি শিকার করার জন্য কিন্তু এখন কোন শিকার সামনে আসছে না কেন ।
খিদে পেয়েছে কখন শিকার আসবে আর খাবো ।

ওই যে শিকার দেখা যাচ্ছে যাক অনেক পর পেয়েছি আসো আমি তোমার জন্যই অপেক্ষা করছি ।

যাক একটা শিকার যখন হয়েছে তখন তারাতারি খেয়েনি না হলে আবার অন্য সদস্যরা এসে পড়লে তাদের ভাগ দিতে হবে ।
শিকার করবো আমি কষ্ট করে আবার ভাগ দেব আরেক জনকে তা কখনই দেবনা ।

ওহ যেমন গরম পড়ছে তেমন শরীরেও ময়লা জমেছে তা ছাড়া অনেক দিন গত হয়ে গেল গোসল করা হয়নি
আজ যখন পানিতে নেমেছি তখন একটু ভাল করে গোসল করে নেই ।

ভয়ের কিছু নেই তোমরা পেছনে পেছনে আস আমি সমনে দেখেছি কেও নেই ।


সর্ব শেষ তাদের এই অবস্থা ।
এতদিন এরা কিং থেকে আমাদের ভুলের কারনে প্রজাহয়ে যাচ্ছে
ছবিঃ গুগল

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

নুর ইসলাম রফিক বলেছেন: সময় উপযোগি সুন্দর সংগ্রহ।

ধন্যবাদ আপনাকে এই সুন্দর সংগ্রহ আমাদের সাথে শেয়ার করার জন্য।

২৯ শে জুলাই, ২০১৫ রাত ৯:২৫

ব্লগার মাসুদ বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ রফিক ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.