নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

don\'t seek me

মাস্টার

freelance small business consultant and filmmmaker

মাস্টার › বিস্তারিত পোস্টঃ

ফটোগ্রাফী পোজ সমগ্রঃ পুরুষ পর্ব - ১

২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৭:৫৭









শুরুতেই একটা ডিস্ক্লেইমার দিয়ে রাখি যে আমি ফটোগ্রাফার না :D তো, এই লেখাটা কেনো পড়বেন? পড়বেন যদি আপনি অ্যামেচার ফটোগ্রাফার হয়ে থাকেন এবং আপনি পুরুষদের ছবি তোলার ব্যাপারে অভিজ্ঞ না হয়ে থাকেন। যারা এক্সপার্ট তারা এসব আগে থেকেই জানে, এবং এই পোস্ট হয়তো তাদের জন্য নয়। আমি নিজে তেমন ভাল ছবি না তুললেও বই পত্র পড়ে, এক্সপার্টদের কাজ দেখে ও শুনে এবং সিনেমাটোগ্রাফী করার সময় ক্যামেরায় চোখ রেখে যা ধারনা পেলাম তাই শেয়ার করতেছি।





মেয়েদের নিয়েও পর্ব আছে। মেয়েদের পোজ নিয়ে জানতে চাইলে এখানে ক্লিক করুন।



শুরুতেই একটা টিপ্সঃ ক্যামেরা নয়, আপনার কম্পোজিশনের উপর নির্ভর করে আপনার ছবি কতখানি ভালো হবে। ধরুন আপনার কাছে হয়তো ক্যানন মার্ক থ্রী আছে কিন্তু আপনার শট কম্পোজিশন খুব দূর্বল, তার মানে আপনি ভালো ফটোগ্রাফার হতে পারবেন না।

সাইড টিপ্সঃ প্রচুর ছবি তুলুন। এই লেখা পড়ছেন? ঝটপট কিছু ছবি তুলে ফেলুনতো এই লেখার। ;)

রিয়ার টিপ্সঃ আপনার মডেল বা সাবজেক্টকে ইনভলভ করুন। তাকে বোঝান আপনি কি চাচ্ছেন। আপনি কিভাবে ফটো তুলতে চাচ্ছেন সেটা জানতে পারলে সাবজেক্ট কনফিডেন্টলি পোজ দিবে এবং আপনার কাজ সহজ হবে।



চলুন ঝটপট দেখে নেই কিছু বেসিক পোজ যেগুলো ফলো করে আপনি আপনার বন্ধু বান্ধব বা দুলাভাই-ভাসুরদের তুখোড় ছবি তুলতে পারবেন।









১ - পোর্ট্রেইট এর জন্য খুবই সিম্পল একটা পোজ। বুকের উপর হাত বেঁধে দাঁড়ানো সাব্জেক্ট এর শুধু উপরের অংশটুকু শুট করবেন। সাব্জেক্ট এর বাম পাশের শোল্ডার একটূ ভেতরে আর ডান পাশের শোল্ডার কিছুটা সামনে এসে একটা ডায়াগনাল লুক দিলেও দুই কাধ সমান্তরাল আছে। পেট চেক করেন এইবার, ভুড়ি থাকলে দম নিয়া ভিতরে ঢুকায়া ফেলতে বলেন :P







২ - হাত ভাজ করে রেখে পুরো বডির ছবিও তোলা যায় এবং এটাও কার্যকরী। আপনি সাব্জেক্টকে এক পায়ের উপর ভড় দিয়ে দাঁড়িয়ে অন্য পা সামনে এনে এভাবে দাঁড়াতে বলতে পারেন। তবে খেয়াল রাখবেন সাব্জেক্ট যেনো দুই পায়ের উপরি ভর না দেয়; দিলে তাকে বাজে দেখাবে।







৩- এইটা একটা চমৎকার স্টাইল যেটা একটু এদিক সেদিক হলেই বাজে দেখায় :P এক হাত কোমড়ে রেখে আরেক হাত ছেড়ে দিতে বলবেন মডেল কে। এটাও বলবেন যেনো মাসলে প্রেশার না দেয়; জাস্ট রিলাক্স থাকতে বলবেন। ফ্রেমিং? ৩/৪ অফ পুরা শইল আর মাথার উপর বেশী রুম রাখবেন না। কিছুটা লো এঙ্গেল থেকে তুললে ভালো আসবে।







৪ - চেংড়া পোলাপানের শার্ট এর কোন প্যান্টে গুজে আরেক কোনা ঝুলিয়ে রেখে এভাবে তুলতে পারেন। হেভী পার্ট; অসাম সালা :P







৫ - উপরের পোজটার আরেক রুপ। গায়ের জ্যাকেট শোল্ডারের উপর ফেলে এক পা সামনে নিয়ে এভাবে দাঁড়াতে পারে। অন্য হাতের বুড়ো আঙ্গুল পকেটে বা বেল্টের ভেতর গুজে রাখতে পারে। শুধু স্যান্ড গেঞ্জি পায়ে থাকলে খেয়াল রাখবেন মডেল জানি পেশীবহুল হয়; চেংড়া চুংড়ারা স্যান্ড গেঞ্জী পড়লে আরো চেংড়া লাগে।







৬ - বসে ছবি তুলতে চান? এই স্টাইল টা ফলো করতে পারেন। এক পায়ের উপর আরেক পা উঠিয়ে বুকের উপর হাত ভাঁজ করে। সাবজেক্ট যেনো রিলাক্সড থাকে আর কিছুটা হাই এঙ্গেল থেকে তুললে বেটার আসে।







৭ - ফুল বডির ছবি তোলার ক্ষেত্রে আপনি আপনার বন্ধুকে এভাবে দেয়ালের দিকে পিঠ দিয়ে দাড়াতে বলতে পারেন। এভাবে দেয়ালে পিঠ ঠেকিয়ে এবং পা ভাজ করে দাড়ানোটা খুবই কমন হলেো বেশ কার্যকরী পোজ। তিনটে জিনিস খেয়াল রাখবেনঃ

এক - আপনার বন্ধু যেনো ৪৫ ডিগ্রীতে মুখ করে থাকে অর্থাৎ সে সোজাও তাকাবেনা এবং আপনার দিকেও তাকাবেনা, এর মাঝামাঝি...

দুই- আপনি যেহেতু তার ফুল বডি নিচ্ছেন (৩ ভাগের এক ভাগ নিলেও) মাথার উপর রুম রাখবেন এবং ফ্রেমের ডানে রুম রাখবেন (আপনি যদি সাব্জেক্টের ডান পাশ থেকে ছবি তুলেন তাহলে বামে রুম রাখবেন)... এই রুম রাখার ব্যাপারটা নির্ভর করছে আপনার উপর... এখানে কোন রুল নেই তবে খেয়াল রাখবেন আপনার সাব্জেক্ট যেনো রুল অফ থার্ড এর কোন একটা বিন্দু তে থাকে ...

তিন - ব্যাকগ্রাউন্ড অতীব সৌন্দর্য না হলে আনার প্রয়োজন নেই; ডিএসএলআর ইউজ করলে ব্লার করে দেবার সুযোগ তো আছেই...







৮ - দেয়ালে ঠেক দিয়ে দাড়ানোর আরেকটা স্টাইল। ক্যাজুয়াল এবং ফর্মাল দুই ড্রেসেই সাবজেক্টকে ভাল দেখাবে। আই লেভেল ওর লো অ্যাঙ্গেল...









৯ - পেশাজীবী মানুষের ছবি তুললে তার হাতে এমন কিছু ধরায়া দিতে পারেন যাতে তার পেশা সম্পর্কে ধারনা পাওয়া যায়। যেমন ধরেন, ফাইল, ল্যাপটপ, রিভলভার, স্টেথোস্কোপ অথবা ক্যামেরা :D







১০ - পেশাজীবী মডেল কে তার ডেস্ক এর উপর পশ্চাতদেশ দিয়া এইভাবে বসায়া দিতে পারেন। তার পশ্চাতদেশের এক অংশ ডেস্কে থাকবে আর কি :P হাত কোনভাবেই পকেটে থাকবেনা। সামনে ফেলে রাখলেই বেটার লুক আসবে। ডায়াগনাল অ্যাঙ্গেল থেকে শুট করলে স্মার্ট লুক আসে।







=> বিরাট বড় টিপাস্টিপসঃ কখনোই নারী বা মেয়েদের স্টাইলে ছেলেদের (পুরুষদের) ছবি তুলবেন না। বাচ্চা ছেলেদের আর মেয়েদের স্টাইল একটা আরেকটাকে ফলো করলেও, পুরুষদের বেলায় নারীদের স্টাইল খাটেনা। পুরুষরা নিজেদের ছবিতে একটু কুল দেখতে চায়। স্মার্টনেস কিভাবে ফুটিয়ে তোলা যাবে সেটা নির্ভর করবে আপনার উপর। প্রচুর পোজ আছে, প্র্যাক্টিস করুন। একি সাবজেক্ট এর কয়েকটা পোজে ছবি তুলুন (যদি আত্মবিশ্বাস কম থাকে) ... ছেলেদের শোল্ডার ফ্রেমে সমান রাখার চেষ্টা করুন যেনো তাদের পেশীবহুল মনে হয় (অবশ্যই যাদের কিছুটা পেশী আছে আর কি)... আর হাত রাখতে পারেন ৪ জায়গায়।

ক) কোমড়ে

খ) বুকে ভাজ করে

গ) পকেটে

ঘ) পাশে ঝুলায়া ফালায়া রেখে



খ এবং গ সবচেয়ে বেটার। তারপরেও আপনি চাইলে একি পোজে হাত ছেড়ে দিয়ে বা বেঁধে রেখে তুলে দেখতে পারেন।





==> ছুডোমুডো টিপ্সঃ আপনার সাবজেক্ট কে বলুন সে যেনো তার চিবুক একটু ঝুলিয়ে দেয়। মানে মুখ চেপে যেনো না থাকে।



====> আরো টিপ্সঃ বেশীরভাগ ক্ষেত্রে আপনার সাবজেক্টের চোখের ডিরেকশন আর নাকের ডিরেকশন যেনো একি দিকে থাকে।



======> মাইরা লা টাইপ টিপ্সঃ সাবজেক্ট খাড়ায়া থাকুক আর বইসা থাকুক, তার পিঠ যেনো স্ট্রেইট থাকে। কুজো পুরুষ দেখতে খারাপ লাগে।



========> আরেকটা কথাঃ ক্লাস শেষে টাকা দিয়া বাড়ি যাইয়েন B-)





জানা প্রশ্নঃ রুল অফ থার্ড কি?

জানা উত্তরঃ আপনার ফ্রেম কে আনুভুমিক (horizontal) ভাবে সমান ৩ভাগ ও লম্বিক (vertical) ভাবে সমান ৩ ভাগ করার পর লাইনগুলো একটা আরেকটাকে যেসব জায়গায় ছেদ করেছে, সে ছেদনের আশে পাশে সাব্জেক্ট কে রেখে ছবি তুললে ছবি সাধারনত ভালো দেখায়। এখানে দেখুন

বাই দ্যা ওয়ে, রুল অফ থার্ড মানতেই হবে এমন কোন কথা নেই। আপনি এই রুল ভাঙ্গতেই পারেন। এটা জাস্ট একটা ফর্মুলা ধরতে পারেন।





ডাউনলোড ডাউনলোড



পুরুষদের ভিন্ন ভিন্ন ৫০০ পোজ দেখতে এবং জানতে এখান থেকে এই পিডিএফ টা ডাউনলোড করে নিতে পারেন। (৪১ মেগাবাইট)









~~~~ অনেক বড় হয়ে যাবে ভেবে ১০টা পোজ দিয়া এই পর্ব শেষ করলাম... আরো ১০/১২ টা পোজ দিয়া পরের পর্ব দিয়া দিবো শিগ্রী... এছাড়া মেয়েদের ও বাচ্চাদের পোজ নিয়াও পোস্ট আসতে পারে (নাও আসতে পারে) :P ...মেয়েদের গ্ল্যামার্স পোজ নিয়া পোস্ট দেয়ার চিন্তা আছে, যদিও ব্যান খাইতে পারি... তবে ব্যানে ডড়ায় না বীর :D ~~~~~





* কেউ যদি দাবী করে থাকেন যে প্রফেশন্যাল কাজে এসব পোজ খুবই ফালতু দেখায় বা আপনি আরো অনেক পোজ জানেন, তাহলে দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন। আর এই পোস্টটির শুরুতেই বলে রেখেছি এটা অ্যামেচারদের জন্য :) এই কুরবানীর ঈদে ভাই ব্রাদারের ছবি তোলার ক্ষেত্রে যেনো অ্যামেচাররা একটু প্রো ভাব নিতে পারে তার ব্যবস্থা করে দিলাম :D

* লেখাটি ডিজিটাল ফটোগ্রাফী স্কুল ও আইহার্টফেইস এর সাহায্যে লেখা।

* ফিচার ইমেইজের মডেল আমাদের বাড়ি তোলার সময়কার কন্সট্রাকশন কাজে জড়িত এক ছেলের।

মন্তব্য ৯২ টি রেটিং +৪৯/-০

মন্তব্য (৯২) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:০৭

কালীদাস বলেছেন: মেয়েদের ফটু খেচনের ছহী নীতি পোস্ট দিলে এতক্ষণে আটলান্টিকের দুই তীরে সাইক্লোন শুরু হয়া যাইত। এই অবলা বেডাগরে কেউ গণায় ধরে না গো ভাইজান :(

২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১১

মাস্টার বলেছেন: হেহেহেহে... এইটা মনে করেন টেস্ট পোস্ট :P আমি মেয়েদের পোজ এবং গ্ল্যামার্স লুকের পোজ নিয়া লিখুম ভাবতেছিলাম, পরে চিন্তা কইরা দেখলাম আগে এইটা দেই যাতে মডুরা না বুইঝাই পোস্ট না মুছে ;)

চিন্তা করতাছি, গ্ল্যামার্স পোজের পোস্টখানা কয়শ' শেয়ার হইতে পারে B-)

২| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১৮

কয়েস সামী বলেছেন: kajer post

২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:২১

মাস্টার বলেছেন: অবশ্যই কাজের পোস্ট। এবার ঝটপট ক্যামেরা নিয়া ঝাপায়া পড়ুন

৩| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১৯

সমানুপাতিক বলেছেন: ক্লাস ভালা পাইলাম । কত টাকা দেব? /:)

২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:২২

মাস্টার বলেছেন: থাউক, দেয়া লাগবোনা।


[টাকা চাইতেই মুখ ব্যাকা হইয়া গেছে, নিলে না জানি কি গাইল দেয়!! :| ]

৪| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:৩১

বিপুল গমেজ বলেছেন: ক্লাস ভালা পাইলাম । কত টাকা দেব? /:)

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৯

মাস্টার বলেছেন: থাক, আজকে আর টাকা নিমুনা... পরের ক্লাসে নিয়া আইসেন... খুশি হইয়া যা দিবেন তাই সই

৫| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:০৬

আলফা-কণা বলেছেন: +

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:২৯

মাস্টার বলেছেন: :)

৬| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:২৩

ইকরাম উল্যাহ বলেছেন: হাত বুখে ভাজ করিয়া

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩১

মাস্টার বলেছেন: নিজের বুকে কিন্তু ;)

৭| ২০ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৫৭

চে সিমান্ত বলেছেন: মডেল হইতে মুঞ্চায় :-B :-B

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩২

মাস্টার বলেছেন: আপনি তো অলরেডী হইয়া আছেন। যেই একখান পোজ দিছে তাতে দুই চাইরটা মাইয়া ফিট খাইয়া পইড়া গেছে অলরেডী !:#P

৮| ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৮

সবুজ সাথী বলেছেন: কাজের পোস্ট।

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩৪

মাস্টার বলেছেন: এখন কাজে লাগলেই হয়

৯| ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৭

সান্তনু অাহেমদ বলেছেন: সোজাসুজি প্রিয়তে ।

পরিবেশনরে জন্য অনেক ধন্যবাদ মাস্টার ভাই।++++++++++

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪০

মাস্টার বলেছেন: ধন্যবাদ। ছেলেদের পোজ নিয়া অনেকেরি অবশ্য মাথাব্যাথা নাই... :(

১০| ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২২

হাসান মাহবুব বলেছেন: ৭ নংটা ভাল্লাগসে। এইভাবে একটা তুলতে হৈবো।

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪৭

মাস্টার বলেছেন: একটু লো এঙ্গেলে তুইলেন... অল্প একটু লো এঙ্গেলে, বেশী না... নীল কালারের জিন্স এর সাথে লাইট কালার কোন শার্ট... পিঠ সোজা রাখতে বলছিলাম অন্য যায়গায়, তাই বলে দেয়ালে পিঠ ঠেকায়া সোজা রাইখেন না...

১১| ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০১

শামিম অমি বলেছেন: Dear Master, u always giving lot of usefull tips & idea ( free& friendly) for us. Thank u so much.

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫২

মাস্টার বলেছেন: Dear Shamim, it's my pleasure to let you know what i know. Thank you

১২| ২০ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪১

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমি অনেক ছবি তুলি, কিন্তু ছবি তোলার গ্রামার জানি না, ফলে ছবিগুলো প্রায়ই যাচ্ছেতাই হয়ে যায়। এ পোস্টটা কাজে লাগবে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৫৯

মাস্টার বলেছেন: ছবি তোলার সময় অল্প কিছু ব্যাপার খেয়াল করলেই দেখবেন ছবি ভালো আসতেছে... আপনারে একজনের লিঙ্ক দেই - তার পোস্ট গুলা পইড়া দেখেন - http://www.somewhereinblog.net/blog/pankhababa

১৩| ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৪৬

ৈহমনতী বলেছেন: পিলাচ।
অনেক কিছু জানলাম।

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০০

মাস্টার বলেছেন: ধন্যবাদ। আপনি পিলাচ না দিলে পিলাচ আর প্রিয়তে নেয়ার ব্যাবধান আরো বাড়তো :P

১৪| ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:০০

সািফ রুবেল বলেছেন: PDF Download Hoyna

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১৩

মাস্টার বলেছেন: পিডিএফ ফাইলটা ডাউলোড করতে হলে আপনাকে লিঙ্ক ওপেন করার পর হাতের বাম পাশে ডাউনলোড নামের নিল বাটনে ক্লিক করতে হবে... এরপর আপনাকে বলবে লগিন হতে... ফেসবুক এবং টুইটার দিয়ে লগিন করার ব্যবস্থা আছে... ধরে নিলাম আপনার ফেসবুক আছে, আপনি ফেসবুকের বাটনে ক্লিক করে ওপেক্ষা করুন... এরপর আপনাকে আরেকটা স্ক্রিনে নিয়ে যাবে...সেখানে দেখবেন ২০ সেকেন্ড লেখা আছে, তার নীচে খুব সম্ভব স্লো ডাউনলোড নামে একটা বাটন আছে... সেটায় ক্লিক করে অপেক্ষা করুন... না নাইমা যাইবো কই!!

১৫| ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১১

তন্ময় ফেরদৌস বলেছেন: আমারো সাত নাম্বার ভালা লাগসে। এবার মেয়েদের ছবি কেমন করে তুল্বো সেই পোস্ট দেন।

++++++

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

মাস্টার বলেছেন: অ... এই জন্য কি আগাম পিলাচ!! B-) দিমু দিমু... আস্তে ধীরে দিমু :P

১৬| ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪২

আরিফ আরাফাত রুশো বলেছেন: কিন্তু আপনার পোস্ট আমি প্রিয়তে নিতে পারছিনা কেন?

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:১৭

মাস্টার বলেছেন: ১৫ জন প্রিয়তে নিয়েছে। খুব সম্ভব আপনার ব্রাউজারের ক্যাশ সমস্যা করতেছে... এছাড়া প্রব্লেম হওয়ার কথা না

১৭| ২০ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৬

লেখাজোকা শামীম বলেছেন: সুন্দর একখান পুস্ট দিছেন। অবহেলিত পুলা মঠেলরা একটু জাতে উঠল আর কি ;)

মঠেল মানেই যে লেডিস না , এইটা এই পুস্ট থিকা অনেকে বুঝতে পারব।

এই আধ বুড়া পুলাডাও এককালে মঠেল হইছিল। :)

Click This Link

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২০

মাস্টার বলেছেন: হ, মডেল মানেই লেডিস না... শেভিং ক্রিম এর অ্যাড দিবেন? মেয়েদের খাড়া করায়া দেন... ছেলেদের আন্ডারওয়্যারের অ্যাড? মেয়েদের খাড়া করায়া দেন... এইভাবে মেয়েদের দিয়া সব কাম করানো হইতেছে... :P

লিঙ্কে ঢুকলাম... আরেক্ষাইছে!! ইডা ক্যাডা!! B-)

১৮| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৩২

দূর্যোধন বলেছেন: আপনার সচিত্র কিছুমিছু দিয়ে দিতেন,জাতি ধন্য হতো ;)

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২১

মাস্টার বলেছেন: আমার না আমার মডেলেরদের ;) আমি নিজেও একবার মডেল হইছিলাম B-)

১৯| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ৮:৪৫

শিপন মোল্লা বলেছেন: কাজে লাগবে। ধন্যবাদ ভাই

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২৩

মাস্টার বলেছেন: কাজে লাগলেই খুশি হবো

২০| ২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:০০

সায়েম মুন বলেছেন: হাতে আঁকা ছবি না দিয়া মডেল হৈয়া দিতেন। :P
এক নম্বরটাই বেশী তোলা হয়। এইটা কিতাবে আছে জানতাম না। #:-S
আর মডেলগো আপনে সাবজেক্ট কৈতেছেন। এরাম অবিচার কৈরেন না আর। তাড়াতাড়ি আফাগো স্ট্যাইল দেহান। ঈদে বাড়িতে যাইতেছি। কামে দিবো /:)

২০ শে অক্টোবর, ২০১২ রাত ৯:২৪

মাস্টার বলেছেন: মডেল দেয়ার চিন্তা ভাবনা আছে - লেডিস পোজে ;) পুরা কাবজাব হইয়া যাবে ;)

কিতাবে সব ধরনের পোজই আছে, কিছু কমন, কিছু আনকমন...
ঈদের আগেই দিয়া দিবোনে :P

২১| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১১

আশিকুর রহমান অমিত বলেছেন: পোজ দেওয়া শিখলুম :)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৫

মাস্টার বলেছেন: পোজেই পোজাপুজি ;)

২২| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৪৪

আর.হক বলেছেন: ব্যাকারন না জানলেও মুই কিন্তু ছবি ভালো তুলতে পারি । খালি একটা ক্যামেরা দরকার।

আমার স্বাভাবিক জ্ঞান বু্দ্ধির সাথে আপনার ক্রমান্তয়ে লিখিত প্রা্য়ই মিলে গেছে।


মাস্টার স্যার ক্লাস ভাল হইছে। ট্যাকা নাই। ভালবাসা লন।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:০২

মাস্টার বলেছেন: ভালুবাসা ধুইয়া পানি খামু নাকি!! ট্যাক খূইলছেন যে

ভালো ক্যামেরায় ভালো ছবি উঠবে সেটাই স্বাদাবিক, কিন্তু গ্রামার জানলে সাধারন মোবাইল ক্যামেরা দিয়েও বেশ ভালো ছবি তোলা যায়...

২৩| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক সুন্দর পোস্ট। অনেক কিছু শিখলাম। আসলেই এই সব না জানলে, ছবি একটুতেই যে অনেক সুন্দর করা যায়, জানতে পারতাম না।

অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১:৫৬

মাস্টার বলেছেন: দরকার শুধু একটুখানি জানার চেষ্টা... পরিবারের বা বন্ধু বান্ধবের ছবিই তুলেন, কিন্তু একটু ভালোমতো তুলেন

২৪| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:৫৮

মামুন রশিদ বলেছেন: ফডোতো সবসময়ই তুলি, এইবার নিজেরে শিক্ষিত্ লাগতাছে =p~ বেডাগো কিছু ছবি আইজকাইলই তুলে রাখব, কারন হের পরেই আইবো ছেরিগো তুলার পালা =p~ পড়া জমামুনা মাস্টার সাব, দিনের পড়া দিনেই শেষ করমু ।

আপ্নের টিউটোরিয়ালের একটা ফডো নিলাম (প্রিয়তে), হাতের কাছে থাইক :)

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫২

মাস্টার বলেছেন: গুড। ফটো তুইলা মাঝে মাঝে দেখবেন - কম্পোজিশন আরো কিভাবে ভালো করা যায় :D

আসতেছে, মেয়েদের ফটো তোলার পোজপাজ :P ...

২৫| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ৯:২২

মামুণ বলেছেন: মেলা কামের জিনিষ দিলেন মাষ্টার সাব । থ্যাঙ্কু

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৫৭

মাস্টার বলেছেন: কামে লাগলেই হয়। ঈদের পর আশা করি অনেক ফটোব্লগ দেখা যাবে :D

২৬| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:২৯

পাগলমন২০১১ বলেছেন: ++++ না দিয়া যামু না B-) :-B

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৩

মাস্টার বলেছেন: গেছেন গা? আইজ থাইকা গেলে হইতো না! :P

২৭| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৮

অচিন.... বলেছেন: আপনে তো ভাই বিরাট কাজের লোক! B-)

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৩

মাস্টার বলেছেন: কামেল লোক ;) পানিপড়াও দেই মাঝে মাঝে :P

২৮| ২১ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৩৬

কাঠুরে বলেছেন: মাহদি ভাই, ফেবু তে একটা একটা কইরা পইরা মজা পাচ্ছিলাম না, এখানে একসাথে অনেক গুলা ছবি পাইয়া খুশী হইলাম।
অনেক ধন্যবাদ ভাই।
পোস্ট প্রিয়তে।

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৪

মাস্টার বলেছেন: :) ফেবুতে অবশ্য আরো বিস্তারিত লেখা যায় প্রতিটার সাথে...এতোগুলো এক সাথে দেয়ায় অতো বিস্তারিত লেখা গেলোনা

২৯| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৫

কাউসার রুশো বলেছেন: জানি তো ;)

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৪

মাস্টার বলেছেন: তো তুলেন না কেরে?? গরুর ছবি তুলে দেখান :D

৩০| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৯

মেফতাহুল সাগর বলেছেন: অনেক ধন্যবাদ। চালিয়ে যান আছি সাথেই। ;)

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৫

মাস্টার বলেছেন: সাথে থাকুন। মাস্টারফোন
:P

৩১| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৮

তানিয়া হাসান খান বলেছেন: আরে.।রে ছেলেদের এত কিছু...
ধন্যবাদ লেখককে,,,,,,,,,,,,,,,
বরের জন্য রেখে দিলাম প্রিয়তে......।:)

২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৬

মাস্টার বলেছেন: আরো একটা পর্ব বাকী আছে ম্যাডাম। ছেলেদের অনেক কিছু ... :) খালি আপনারা একটু জায়গা দিলে আমরাও লাইম লাইটে আসতে পারতাম :P

৩২| ২১ শে অক্টোবর, ২০১২ বিকাল ৫:২৮

আমি ইহতিব বলেছেন: সারাদিন খুঁজে ৩/৪টা অন্যরকম পোস্ট পাওয়া যায়, এটা তার মধ্যে একটা। ভালো লাগলো, ছবি তুলতে খুব ভালো লাগে, ফটোগ্রাফীর খুব শখ আছে, যদিও কিছুই জানিনা এই ব্যাপারে। আপনার এই পোস্ট কাজে দেবে (আমি কিন্তু মোটেও তেল দিচ্ছিনা ;))

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪৩

মাস্টার বলেছেন: ওরেহ! ভাইসা গেলাম :P
না জানলে জানুন এবং প্রচুর ছবি তুলুন :)

৩৩| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ৮:১৬

আহমাদ জাদীদ বলেছেন: কাজের পোস্ট......এমেচারদের ভাব নিতে সুবিধা হইবেক,............

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৪২

মাস্টার বলেছেন: ভাবজ :P

৩৪| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:১২

আরজু পনি বলেছেন:

আইডিয়াটা ভালোই পুরুষের পর মেয়ে পর্ব ;)

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০১

মাস্টার বলেছেন: মেয়ে পর্ব এসে গেছে ;) আপনারা জামাই বউ দুইজনে দুই ক্যামেরা নিয়ে জিহাদে নেমে পরেন ;)

৩৫| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০২

মাহবু১৫৪ বলেছেন: ভাল লাগা


প্রিয়তে গেল সরাসরি

২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৩

মাস্টার বলেছেন: ধন্যবাদ :) কাজে লাগাবেন আশা করি

৩৬| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৩৮

সেলিব্রেটি ব্লগার বলেছেন: ভাল লাগা :) ৮ নং স্টাইলে একটা তোলা আছে বড় ভাই তুলে দিছিল :P

২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৮

মাস্টার বলেছেন: গু্ড গুড। এবার বাদ বাকী স্টাইলগুলো ফলো করা শুরু করেন।

৩৭| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১২:৫৮

আইয়ুব রিয়ন বলেছেন: B-) B-))

২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৪৯

মাস্টার বলেছেন: রিয়ন নাকি!! নিক সেইফ নাকি?

৩৮| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১:০০

চাঙ্কু বলেছেন: আপনের এইপোষ্টগুলা ফডু তোলনের সময় মেলা কামে লাগপে :)

২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

মাস্টার বলেছেন: স্কেচ হাতে নিয়া ছবি তোলার কোন মানে নাই। মাথায় রাখতে হবে। এটা জাস্ট একটা বেসিক গাইড লাইনের মতো।

৩৯| ২২ শে অক্টোবর, ২০১২ রাত ১:৪৫

আমি বন্য বলেছেন: ভাই ভালো লাগলো
আপনার লেখা ভালা পাই

২২ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:৫১

মাস্টার বলেছেন: আমি নিজেরেই নিজে ভালা পাইনা :|

৪০| ২৩ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১৯

সমস্যাটা কী? বলেছেন: ৫ নং ইস্টাইলে ছবি তুলতে মুঞ্চায় ! :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#) :#)

২৩ শে অক্টোবর, ২০১২ ভোর ৫:১১

মাস্টার বলেছেন: ৫ নাম্বার সালমান খান স্টাইল

৪১| ২৭ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৫

অনন্ত আরেফিন বলেছেন: বেশ কাজের পোস্ট। অনেক ধন্যবাদ ভাই। অনেক গুলো পোজই প্রায়ই দেখা যায় কিন্তু এবার গ্রামারটা জানলাম। ++। ঈদের শুভেচ্ছা জানবেন!

০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:১৪

মাস্টার বলেছেন: এগুলা বেসিক পোজ। তবে একটু এদিক ওদিক করে তোলা যায়

৪২| ৩১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১১

রাজপুরুষ বলেছেন: দরকারী পোষ্ট।
কাজে লাগবে।
সযতনে আলমারীতে রাখলাম।

ধন্যবাদ।

০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:১৪

মাস্টার বলেছেন: ধন্যবাদ

৪৩| ৩১ শে অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:২১

রাজপুরুষ বলেছেন: ডাউনলোড হয় না।
১৪ নং প্রশ্নের উত্তর অনুসরন করেও কাজ হলো না।
আর কোন লিংক বা পদ্ধতি থাকলে জানাবেন।

শুভ কামনা।

০৫ ই নভেম্বর, ২০১২ ভোর ৫:১৫

মাস্টার বলেছেন: ঠিক বুঝতে পারছিনা :( আমিতো ডাউনলোড করতে পারতেছি

৪৪| ০৫ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কয়েকটা পোজ বেশ লাগছে, টেরাই করতে হবে

১০ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৫

মাস্টার বলেছেন: আপনার টাও একটা পোজ বটে ;)

৪৫| ০৯ ই নভেম্বর, ২০১২ রাত ১:৪১

নিশাত শাহরিয়ার বলেছেন: এইটাতেও ঢু মারিয়া কিছু শিইখা গেলাম , যদি মাথায় থাকলে !!

পেলাস!!! :D

১০ ই নভেম্বর, ২০১২ রাত ৯:২৪

মাস্টার বলেছেন: ছবি এমুক বাঁখা হইয়া তুইলছেন কে রে? এখুনি একটা পোজ দিয়া ফালান

৪৬| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৫

বিপুল গমেজ বলেছেন: +++++++++++++++

৪৭| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৪

শ্রাবণ জল বলেছেন: ৩,৬,৮ ভাল লাগল। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.