![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের দেশীয় রাজনীতি ঘেঁষা ফেসবুক পেইজগুলোর এডমিনদের স্বভাব লেংড়া কুকুরের ন্যায়। প্রতিপক্ষের একজনের ছবির সাথে নিজ দলের একজনের ছবি দিয়ে জরিপের নামে ঘেউ-ঘেউ করে সিংহের মত হুংকার ছাড়তে চেষ্টা করে। তারা বোধয় ভূলে যায়, মুনিবের সীমানায় লেংড়া কুকুরও নিজেকে সিংহ মনে করে।
©somewhere in net ltd.