![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ মনেহয় গতকাল যা করেছি তার অনেক কিছুই আমার ভুল ছিল, গতকাল মনে হতো এর আগের অনেক কিছুতেই আমি অপরিপক্ব ছিলাম। আবার আগামীকালও তেমনটাই মনে হবে, এটা চিরাচরিত নিয়ম। যত একদিন বয়স বাড়তেছে, ততই যেন পরিপক্ব হচ্ছি। জ্ঞান বৃদ্ধির সাথে-সাথে জীবন থেকে এক-একটা দিন হারিয়ে যাচ্ছে। মৃত্যু ঘনিয়ে আসতেছে, যার সুনির্দিষ্ট সময় সবার'ই অজানা।
অতীতের ভুলে ভরা স্মৃতির পাতাগুলো পাল্টে দেখার কথা ভাবলেই ভয়ে আকড়ে উঠি। এক-একটা ভুলের জন্য কত যে মাশুল দিয়েছে, কিংবা এখনো দিতেছি তা ভাবলে নিজের প্রতি নিজের'ই ঘৃণা হয়। নিজেকে নেহাত বোকা মনেহয়। এত কিছুর পরো কি নিজেকে সঠিক পথে পরিচালিত করতে পেরেছি, নাহ পারিনি।
নিজেকে অপরিপক্ব চালক মনেহয়, কারন আমার জীবন গাড়ি এখনো লাইন চ্যুত - লক্ষ্য ভ্রষ্ট। আজো অনেক ভুল করতেছি, হয়তো ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে। অপ্রিয় হলেও সত্য, বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছুই জানার ও শিখার সুযোগ হয়েছে যা ব্যক্তিজীবনে সঠিক প্রয়োগ করতে পারলে হয়ত নিজেকে সফল ভাবতে পারতাম। অতিত জীবনের বাস্তবতাগুলো যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা হত, ইরেজার দিয়ে মুছে আবার নতুন করে সাজিয়ে লিখতাম।
আজ নিজেকে অসহায় মনে হচ্ছে, অতীতের ভুল ভ্রান্তির জন্য নিজেই নিজের কাছে লজ্জিত। তারপরো আল্লাহ্র কাছে লক্ষ-কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ্ অনেক দিক দিয়েই ভালো রেখেছেন - আলহামদুলিল্লাহ্।
©somewhere in net ltd.