নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা অনেক সুন্দর। এইটা মরচিকার পিছনে ঘুরে নষ্ট করো না।

মাসুদ মাহামুদ

অস্পষ্ট স্মৃতিকথা

মাসুদ মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

বহুরুপি

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২০




হয়ত তোমাকে কম জেনেছি, ভুল চিনেছি;
তবু যতটুকু পাশে থেকেছি,
কখনো মনে হয়েছে নদী, কখনো বা নদীতে ভেসে যাওয়া শেওলা,

কখনো এক খোলসা ঘুমন্ত শামুক
কখনো গভীর সমুদ্রে ঝিনুকের মুক্ত

কখনো হৃদপিন্ডে জমা স্পন্দন,

কখনো ঝাপসা চোখ বন্ধ করা অন্ধকার
কখনো পূর্ণিমার চাঁদ,

কখনো হেটে যাওয়া চেনা পথ
কখনো রাস্তার পাশে সারি সারি গাছ।

আহা! সত্যি তুমি কে ?
তুমি কি সেই গোলাপ, যাকে অনায়াসে ফোটানো যায়।

তুমি কি সেই যার কন্ঠের আওয়াজ শুনে,
হৃদপিন্ডে জমা স্পন্দনগুলো কেপে কেপে উঠে,

আহা! সত্যি তুমি কে ?

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

দেবজ্যোতিকাজল বলেছেন: অসাধরণ:D:D:D

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ "দেবজ্যোতিকাজল" ভাই
চিরন্তন শুভকামনা জানাবেন।

২| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৭

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেশ ভালো লাগলো। +

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ "রেজওয়ানা আলী তনিমা" ভাই
চিরন্তন শুভকামনা জানাবেন।

৩| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

মাসুদ মাহামুদ বলেছেন: আপনার কাছে চমৎকার শুনতে কার না ভাল লাগে।
শুভকামনা জানাবেন। ধন্যবাদ

৪| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৬

গুলশান কিবরীয়া বলেছেন: সুন্দর করে বলেছেন । অনেক ভালোলাগা রইল ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

মাসুদ মাহামুদ বলেছেন: শুভকামনা জানাবেন। ধন্যবাদ

৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৩:৩৬

ডঃ এম এ আলী বলেছেন: খুবই সুখপাঠ্য ও উপভোগ্য ছোট্ট কবিতা । বিশেষ করে শেষ লাইনটি - আহা! সত্যি তুমি কে ? জানা হলনা সত্যিই তুমি কে , মনে হল শেষ হয়েও হলোনা শেষ , তাই কবিকে বলব যেন টেনে না ধরেন তার রেশ । কামনা করি কবির প্রতিভার দৃপ্ত রঞ্জন ছড়িয়ে পড়ুক প্রান্তর থেকে প্রান্তরে । দেশ হতে দেশান্তরে । দেশ থেকে ১০০০০কিমি দুরে থেকেও এ কবি প্রতিভার আলোক ছটা অনুভব করছি পরিবারের প্রতিটি সদস্য মিলে । একটি ছোট্ট কবিতা, তার অতি ছোট ছোট কথার ফুলজুরি ছুটিয়ে পাঠকের মনে কিভাবে দুলা দিয়ে যায় তা বুজতে হলে আবারো ছুটে যেতে হবে কবির কাব্যের ভুবনে , আর সে আশাতেই থাকলাম কবির আর একটি মন মাতানো নতুন কাব্যের জন্য । বাংলা কা্ব্যের আকাশে জ্বলে উঠুক আরো একটি উজ্জল কবি নক্ষত্র এ কামনাই করি ।

০১ লা মার্চ, ২০১৬ সকাল ১০:১১

মাসুদ মাহামুদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
দোয়া রাখবেন যেন ভাল উপহার দিতে পারি।
শুভকামনা জানাবেন।

৬| ০২ রা মার্চ, ২০১৬ রাত ২:৪৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
অসাধারণ! ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
"আপনার" কবিতাখানি প্রিয়তে নিয়ে নিলাম। B-)) B-))




কিন্তু এরকমই একটা কবিতা কোথাও পড়েছি।
আপনি পড়েছেন???????? :-B


না পড়ে থাকলে অবশ্যই পড়বেন, আমার ব্লগেই আছে। :P


অকৃত্রিম বিনোদন দেয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।


বিঃ দ্রঃ অন্ততপক্ষে আমাকে একটা ট্যাগ তো দিতে পারতেন। :((

০২ রা মার্চ, ২০১৬ সকাল ৮:৪৮

মাসুদ মাহামুদ বলেছেন: অসংখ্য
ধন্যবাদ।
দোয়া রাখবেন যেন ভাল
উপহার দিতে পারি।
শুভকামনা জানাবেন।

৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৩:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩২

মাসুদ মাহামুদ বলেছেন: অসংখ্য
ধন্যবাদ।

৮| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৯

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন:
অবশ্যই।
দোয়া করি যেন আপনার মেধা আরো বিকশিত হোক।
বিরল প্রতিভা!

০২ রা মার্চ, ২০১৬ সকাল ১০:৩২

মাসুদ মাহামুদ বলেছেন: অসংখ্য
ধন্যবাদ।

৯| ১৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৩০

রুদ্র জাহেদ বলেছেন: বাহ!ভালোই
+

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.