![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি শুনতে পাচ্ছো কি ?
আমার হৃদয়ে,তোমার লুকানো ব্যাথার আওয়াজ
মধ্য রাতে বাঁধ ভাঙা সেই সুর, যে সুর
বুকের পাজরের কষ্ট গুলোকে বারিয়ে তোলে
তুমি দেখতে পাচ্ছো কি ?
রাত পোশাকে চলে আসা সেই তোমাকে
চাঁদনি রাতে পুকুর পাড়ে বসে থাকা সেই আমাকে
তুমি অনুভব কর কি ?
ছুঁয়ে দেখা সেই স্পর্শ
কারো শরীররে সেই সতেজ ঘ্রাণ ।
আমি এখনো, ঘুম ভাঙ্গা মাঝ রাতে তোমায় খুজি
তোমার হেটে যাওয়া পায়ের ছন্দ খুজি,
তোমার,ছুঁয়ে দেখা সেই স্পর্শ
তোমার শরীররে সেই সতেজ ঘ্রাণ
প্রতিটা ক্ষনে ক্ষনে কষ্ট দিয়ে যায়।
কতটা ভালবাসলে তোমার লুকানো ব্যাথা
আমার হৃদয় খুব সহজেই বুঝে নেয়
তুমি বুঝতে পারো কি ?
০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩৬
মাসুদ মাহামুদ বলেছেন: আপনার মুখে অসাধারন শুনতে কার না ভাল লাগে..........
অনেক অনেক ধন্যবাদ তার সাথে কৃতজ্ঞতা।
২| ০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩
বিজন রয় বলেছেন: প্রেম মানুষকে কতটা ব্যাকুল করে আপনার এই কবিতা তার প্রমাণ।
++++++
০১ লা মার্চ, ২০১৬ দুপুর ১২:১৬
মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ । "বিজন রয়" ভাই
শুভকামনা জানাবেন।
৩| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫০
নুরএমডিচৌধূরী বলেছেন: তুমি শুনতে পাচ্ছো কি ?
আমার হৃদয়ে,তোমার লুকানো ব্যাথার আওয়াজ
সব হৃদয়েই লুকানো ব্যাথা আছে
+++
০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০০
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতঞ্জতা।
++ পেয়ে অনেক খুশি।
৪| ০১ লা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬
অর্বাচীন পথিক বলেছেন: তুমি অনুভব কর কি ?
ছুঁয়ে দেখা সেই স্পর্শ
কারো শরীররে সেই সতেজ ঘ্রাণ ।
আমি এখনো, ঘুম ভাঙ্গা মাঝ রাতে তোমায় খুজি
তোমার হেটে যাওয়া পায়ের ছন্দ খুজি
--- চমৎকার
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০৫
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও
কৃতঞ্জতা
৫| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০৭
প্রামানিক বলেছেন: অসাধারন কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ
০১ লা মার্চ, ২০১৬ রাত ১০:০৬
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও
কৃতঞ্জতা
৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:১২
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতঞ্জতা
৭| ০১ লা মার্চ, ২০১৬ রাত ৯:১৪
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতঞ্জতা
৮| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১১:৪৪
আরাফআহনাফ বলেছেন: অনবদ্য অনুভূতির কবিতা।
বানানগুলো ঠিক করে নিবেন আশা করি - সুখ পাঠ্যে ব্যাঘাত ঘটায়।
(পাজরের < পাঁজরের, বারিয়ে < বাড়িয়ে, শরীররে <শরীরের, খুজি<খুঁজি .......)
কবিতার সাথে থাকুন।
ভালো থাকুন সবসময়।
শুভ রাত্রি।
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩৬
মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ,"আরাফআহনাফ"
ভাই
৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৩০
মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ,"আরাফআহনাফ" ভাই
১০| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৩
চাঁদগাজী বলেছেন:
কঠিন সব প্রশ্ন? এগুলোর জবাব পাওয়া মুশকিল হবে, মনে হচ্ছে!
০২ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫৮
মাসুদ মাহামুদ বলেছেন: ললনা,, উত্তর গুলি ঠিকই জানে ।
ধন্যবাদ "চাদগাজী" ভাই
১১| ০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:১৩
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।
০২ রা মার্চ, ২০১৬ সকাল ৯:৫৮
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও
কৃতঞ্জতা
১২| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ৯:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর আর সাবলীল কবিতা ।
০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৯
মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও
কৃতঞ্জতা
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৬ সকাল ১১:৩১
কল্লোল পথিক বলেছেন: কতটা ভালবাসলে তোমার লুকানো ব্যাথা
আমার হৃদয় খুব সহজেই বুঝে নেয়
তুমি বুঝতে পারো কি ?
অসাধারন কবিতা।