নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা অনেক সুন্দর। এইটা মরচিকার পিছনে ঘুরে নষ্ট করো না।

মাসুদ মাহামুদ

অস্পষ্ট স্মৃতিকথা

মাসুদ মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

নীল কলো মেঘ

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৭



বাংলাশের্ ছোট্ট একটা গাঁয়ের শ্যামকালো সেই মেয়েটিকে ভালবাসি যে কিনা দেখতে সুন্দরী না কিন্তু সুন্দর তার হাসি, কাজল কালো চোঁখ,ঘন কালো কেশ, অবাক তার চাহনি,তার কপালের কালো টিপ, নাকে নোঁলক, ঠোঁটের আবাসে ছোট্ট একটা কালো তিল,সব মিলিয়ে
সে যেন আমার, আকশে উড়ে চলা সেই মেঘ,নদীতে পাল তোলা নৌকো,পাহাড়ের সেই ঝর্না, নাবান্নে কৃষকের মুখের হাসি,অন্ধকার রাতের জোঁনাক বিহীন সেই নিরব পরিবেশ।
তার নাম “লতা”
আমার দেহের প্রতিটা শিরায় যেন সে মিশে আছে, জরিয়ে আছে আমার সব কিছু নিয়ে,
ভালবাসি তোমায় বড়ই বেশি ভালোবাসি।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

আহলান বলেছেন: বাসেন ভাই ভালো করে বাসেন ... আমাদের আর সুযোগ নাই ... ;)

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

মাসুদ মাহামুদ বলেছেন: কে বলছে নাই, আশা করি সুযোগ হয়ে যাবে।
ধন্যবাধ ভাই
চিরন্তন শুভকামনা জানাবেন।

২| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার লিখেছেন।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৮

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ কবি।
চিরন্তন শুভকামনা জানাবেন।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮

বিজন রয় বলেছেন: ভালবাসা সুন্দর অসুন্দর মানে না।
আপনার ভালবাসা ফুলে ফুলে ভরে উঠুক।

ছবিতে যাকে দেখছি উনিই কে সেই.................?

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ ভাই।
শুভকামনা জানাবেন।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মুক্তগদ্য!
ভালো লেগেছে।

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২১

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ কবি।
নিরন্তর শুভকামনা জানাবেন।

৫| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

সুমন কর বলেছেন: সুন্দর বাহিরে নয়, ভিতরে থাকা জরুরী !!

০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৯

মাসুদ মাহামুদ বলেছেন: দারুন বলেছেন।
নিরন্তর শুভকামনা জানাবেন।

৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: বাহ, খুব সুন্দর ।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৭

মাসুদ মাহামুদ বলেছেন: ধন্যবাদ আপি
চিরন্তন শুভকামনা জানাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.