নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা অনেক সুন্দর। এইটা মরচিকার পিছনে ঘুরে নষ্ট করো না।

মাসুদ মাহামুদ

অস্পষ্ট স্মৃতিকথা

মাসুদ মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

বুকঠাসা কষ্ট

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:১০



আমার চোঁখে আজ, নেই নীল স্বপ্ন
চোঁখে আজ,কালো আঁধারী

বুকঠাসা কষ্ট থম থম করে
সঙ্গীবিহীন প্রতিটা মুহুর্ত
একালাই কাটে,

তোমার সাথে হলো না আর সাঁতার কাটা
হৃদয়ের সেই নীল নদীতে,
চোঁখের জলে সাঁতার কাটি
রোজ আমি তোমায় ভেবে

তোমায় আমি সাজাই আমার মনের ঘরে
আপন করে নিজের মতো নিজের তরে

বাস্তব তো ঐ নীল আকাশে
স্মৃতি গুলো বাষ্প হয়ে,মিলছে মেঘে
বৃষ্টি হয়ে ঝড়ছে আবার
এই ভূমিতে,

তুমিতো আকাশ মাটি সবখানেতে
আমার হৃদয় জুড়ে
জীবনটাতে,

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২২

মুসাফির নামা বলেছেন: ভালো লেগেছে।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৩

মাসুদ মাহামুদ বলেছেন: আপনার ভাল লাগায়, আমারও ভাল লেগেছে।
ধন্যবাদ। মুসাফির নামা

২| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬

আরাফআহনাফ বলেছেন: "তুমিতো আকাশ মাটি সবখানেতে
আমার হৃদয় জুড়ে
জীবনটাতে,"
হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দিবো বলে......।

ভালোবাসার অকৃত্রিম প্রকাশ সুন্দর হয়েছে।

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮

মাসুদ মাহামুদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।আরাফআহনাফ

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৩

কাজী নজরুলের ছাত্র বলেছেন: ভালো লাগলো

১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৮

মাসুদ মাহামুদ বলেছেন: আপনার ভাল লাগায়, আমারও ভাল লেগেছে।
ধন্যবাদ। কাজী নজরুলের ছাত্র

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.