![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অই লতা অই,
এতোদিন পর কোঁথা হতে
জড়িয়ে তো ছিলে অন্নের সাথে
কে করলো ছিন্ন তোমার বাঁধন
নাকি আবার সেই পুরানো কষ্টটা
জাগাতে ইচ্ছে হলো
খুব ভালো আছি অনেক ভালো
খোঁজ নিও না,
তবে থাকি ভীষন ভালো
সত্যি কি! ভাল ভালো আছি
তোমায় ছাড়া………
আজ অনেকদিন পর কথা হলো
ভাল লাগছে অনেক ভাল
এ যেন তীক্ষ্ণ ভাল লাগা ।
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮
মাসুদ মাহামুদ বলেছেন: চিরন্তন শুভকামনা জানাবেন। শুভ্র বিকেল
©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। ধন্যবাদ।