নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনটা অনেক সুন্দর। এইটা মরচিকার পিছনে ঘুরে নষ্ট করো না।

মাসুদ মাহামুদ

অস্পষ্ট স্মৃতিকথা

মাসুদ মাহামুদ › বিস্তারিত পোস্টঃ

“ ভালবাসা”

১২ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৬



লতা এবার একটু নড়ে চরে বস, বাবা ।অনেক তো হলো এবার নিজেকে একটু গোছাও, বললেন: হাফছা আপা
আপা তুমি না,এটা লতার হাস্যজ্জ্বল মুখের ভাষা ।
শোন খুব শিঘ্রই কিছু একটা কর,নাইলে পাখি উড়ে যাবে, হাফছা আপা
কি করবো আপা,
বিয়ে করে ফেলো,আর কতো লুঁকোচুরি খেলবা
আপা ঠিক বলছো বাট ও তো কিছু করে না ।
তুমি জানো কি ওর জন্য বাসা থেকে মেয়ে দেখছে, আর ও ওখানেই বিয়ে করবে
কি যে বলেন আপা ও আমাকে অনেক ভালবাসে, ও আমায় ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না।
বোকা মেয়ে, আজকালকার ছেলেরা প্রেম করবে নিজের ইচ্ছায় বিয়ে করবে ফেমিলির ইচ্ছায় ।
আপা ভাল লাগছে না, আজ উঠি
যাও আমার কথা ভেবে দেইখো……
লতা আপার বাসা ছেরে কিছুদূর যেতেই ফোন..(লতার বয়ফ্রেন্ড যাকে লতা জীবনের থেকেও বেশি ভালবাসে)
ফোন ধরেই সেই কি কাঁন্না,
তুমি কাদঁছো কেন কি হইছে ? কেই তোমাকে কিছু বলছে ?
প্রশ্নের উত্তর না দিয়েই প্রশ্ন করা শুরু করে দিলো, তুমি কোনদিন ছেড়ে যাবে নাতো আমায়, আমায় ভূলে যাবে না তো, আমি মরেই যাবো, একটা দিন তোমায় ছাড়া থাকতে পারবো না,কথা দাও আমায় ছেড়ে যাবে না,কোনদিন না….

আমি তোমায় ছেড়ে যাবো না কোনদিন,কোনদিন না….

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.