নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাসুদুর রহমান০০৭

আমার নিজের বিষয়ে তেমন কিছুই বলার নেই। আমি অতি সাধারন একজন........... আমার ফেসবুক লিংক www.facebook.com/Inequilibrium

মাসুদুর রহমান০০৭ › বিস্তারিত পোস্টঃ

নিঃসঙ্গের মরীচিকা.................

০৪ ঠা এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৩

বিশ্বাস কর, তোমাকে প্রথম যেদিন দেখি সেইদিনই তোমাকে খুব ভাল লেগে যায়, হয়তবা মনের অজান্তে ভালবেসেও ফেলি । তারপর তোমাকে আমি হারিয়ে ফেলি । আমি আমার সব ওয়ে তে ট্রাই করেও তোমাকে খুঁজে পাইনি । তারপর হঠাৎ তুমি যেদিন আমার প্রোফাইল এ এসে উঁকি দিলে , জান আমার ঐদিন তপু এর মত ফিলিংস হইছিল। তপু যেমন বলেছিল “ পাইলাম আমি ইহাকে পাইলাম”, জান আমার ও সেইদিন এইরকম মনে হইছিল। আমার জিবনের সুখের দিনগুলোর শুরু হয়েছিল তখন। একদিন তোমার হাত ধরে বলেছিলাম তুমি সারাজীবন আমার পাশে এভাবে থাকবে তো, সেইদিন তোমার মৌনতা আমার হৃদয়ে প্রশান্তির সুবাতাস বইয়ে দিয়েছিল। আমার কল্পনার রাজ্যে তোমাকে নিয়ে জীবন সাঁজাতে শুরু করলাম। যদিও তুমি বলতে , আমি যেমন তুমি এভাবেই আমাকে গ্রহণ করবে কিনা, আমি মেনে নিয়েছিলাম ঐভাবে । আমি ভেবেছিলাম আমার ভালবাসা দিয়ে তোমার আমার পথ এক করে ফেলব। হঠাৎ একদিন তুমি বললে তোমার আমার পথ আলাদা, আমি নাকি তোমার টাইপ এর না । জানি না কেন তুমি এরকম বললে , কোন প্রভাবক তোমাকে আমার থেকে দূরে সরিয়ে দিল। জানি না কেন তুমি আমার কল্পনার রাজ্য মুহুত্তের মধ্যে তসনস করে দিলে। তুমি জান না এটা কতটা কষ্টের। তুমি যদি প্রথম দিকেই বলতে তুমি unsmart, তুমি আমার সাথে যাও না, তখন হইত এতটা কষ্ট লাগত না। জান আমি এখনও তোমার পথের পানে চেয়ে থাকি এই ভেবে যে কখন তুমি আমাকে ডাকবে। হয়ত কথনও ডাকবে না, হয়তবা কখনও কোন এক দিন আমার নিঃসঙ্গ পথে আমার সাথে তুমি হাঁটবে। আমি এখনও চেয়ে থাকি সেই দিনটির জন্য। আসবে কখনও কি এমন দিন ???????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.